Select Page

জেনে নিন কোন সিনেমার জন্য কোটি টাকার কম নেবেন শাকিব খান!

জেনে নিন কোন সিনেমার জন্য কোটি টাকার কম নেবেন শাকিব খান!

শাকিব খান ছবিপ্রতি পারিশ্রমিকের পরিমাণ বাড়িয়েছেন বলে শোনা গেছে সম্প্রতি। আগে একটি ছবির জন্য ৪০-৫০ লাখ টাকা নিলেও ‘প্রিয়তমা’র সাফল্যের পর ১ কোটি টাকা পারিশ্রমিক নেবেন তিনি। এ নিয়ে তর্ক-বিতর্ক হলেও শাকিব নিজ মুখে এ বিষয়ে কোনো বক্তব্যই দেননি।

পরিচালক অনন্য মামুনের অনেক কথায় নিজ দায়িত্বে বিশ্বাস করতে হয়। কারণ, প্রক্রিয়াগত কারণে সবকিছুর সত্য-মিথ্যা নির্ধারণ করা যায় না। এবার শাকিবের পারিশ্রমিক বাড়ানোর কথা নিশ্চিত করেছেন তিনি। সেইসঙ্গে পরিচালক এটাও জানিয়েছেন, একটি বিশেষ শর্ত সাপেক্ষেই সিনেমা প্রতি ১ কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব। কিন্তু কি সেই শর্ত?

মামুন এক ফেসবুক স্ট্যাটাসে জানালেন, শুধু ঈদের সিনেমাতেই ১ কোটি টাকা পারিশ্রমিক নেবেন শাকিব। এ বিষয়ে নির্মাতা বলেন, শাকিব ভাই কোটি টাকা চেয়েছেন শুধু ঈদের সিনেমার জন্য। অন্য সিনেমার সম্মানী কিন্তু কোটি টাকার নয়। তার একটা গোছানো প্ল্যান আছে। ‘প্রিয়তমা’র মতো হিট সিনেমা উপহার দেওয়ার পরে উনি কিন্তু বলেননি বা আরও দশটা সিনেমার ঘোষণাও দেননি। সব সময় নিশ্চুপ। শুধু কাজ নিয়ে প্ল্যান করেন।

অনেক ধরেই শোনা যাচ্ছে, শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নামের একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। বারবার ঘোষণা দিয়েও এখনো শুটিং ফ্লোরে যেতে পারেনি সিনেমাটি। তবে একজন গীতিকার নিশ্চিত করেছেন তার সঙ্গে এ সিনেমার গান লেখা নিয়ে কথা হয়েছে।

‘দরদ’-এ শাকিব খানের নায়িকা হিসেবে বলিউডের কেউ থাকবেন বলেই শোনা গেছে। বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের সঙ্গে এই সিনেমাটির প্রযোজনায় যুক্ত হয়েছে ভারতের এসকে মুভিজ। থাকতে পারে মুম্বাইয়ের কোনো সংস্থাও।


মন্তব্য করুন