Select Page

জেমসের বাজিমাত

জেমসের বাজিমাত

James

পরপর ৩টি হিট গান উপহার দিয়ে ভক্তদের মাঝে ঝড় তুলেছেন গুরু জেমস। সম্প্রতি রিলিজ হওয়া গান ৩টি ব্যবহৃত হয়েছে মুক্তি প্রতিক্ষীত আলোচিত ৩টি চলচ্চিত্রে।

নভেম্বরে প্রকাশিত হয় অনিমেষ আইচ পরিচালিত ‌‘জিরো ডিগ্রি’ ছবির টাইটেল গান ‘আলোটাই দেখেছ দেখোনি অন্ধকার, ভালোটাই বেসেছ দেখোনি ঘৃণার পাহাড়’। অনিমেষ আইটের কথায় গানটির সুর-সঙ্গীত করেছেন প্রিন্স মাহমুদ। সম্প্রতি গানটি সম্পূর্ণ মুক্তি পেয়েছে মোবাইলে।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ হয়েছে ‘ওয়ার্নিং‘ ছবিতে গাওয়া জেমসের ‘এত কষ্ট’ শিরোনামে গানটি। গানটি লিখেছেন কবির বকুল। এর সুর-সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গানটি প্রকাশের পরই ঝড় তোলে। ছবিটি পরিচালনা করছেন সাফিউদ্দিন সাফি। ‘এত কষ্ট’ ঝড় না থামতেই একই সপ্তাহে প্রকাশিত হলো ‘দেশা: দ্য লিডার‘ চলচ্চিত্রের গান ‌‘আসছে দেশা আসছে’। সৈকত নাসির পরিচালিত এ ছবির গানটিও শ্রোতারা পছন্দ করেছেন। গানটির গীতিকার ও সুর-সঙ্গীত করেছেন শফিক তুহিন।

জেমস সম্প্রতি আরো কণ্ঠ দিয়েছেন ‘সত্তা’ ও ‘চোখের দেখা’ ছবিতে।

চলচ্চিত্রে জেমসের গাওয়া প্রথম গান মান্না প্রযোজিত-অভিনীত ‘মনের সাথে যুদ্ধ’ ছবির ‘আসবার কালে আসলাম একা’। এ গানের কথা লিখেছিলেন কবির বকুল, সুর ও সঙ্গীত পরিচালনা করেছিলেন ইমন সাহা। এরপর তিনি ‘মাটির ঠিকানা’ চলচ্চিত্রে একটি গান গেয়েছিলেন। দুটি গানের ভিডিওতে তিনি অংশ নিয়েছিলেন।  লালটিপ ছবিতেও জেমস গান করেছেন। এ ছাড়া তার পুরানো গান বিভিন্ন চলচ্চিত্রে নানা সময়ে ব্যবহৃত হয়েছে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares