Select Page

জয়পুর যাচ্ছে বৃহন্নলা

জয়পুর যাচ্ছে বৃহন্নলা

মুরাদ পারভেজ পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ‘Brihonnola (3)বৃহন্নলা’ জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। আগামী বছরের ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আয়োজনের সপ্তম আসর। 

এর আগে সিঙ্গাপুরে অনুষ্ঠিত দর্পণ চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ‘বৃহন্নলা’। সরকারি অনুদান, হকার ও এটিএন বাংলার প্রযোজনায় নির্মিত ছবিটি মুক্তি পেয়েছে ১৯ সেপ্টেম্বর। এতে অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালাম, মানস বন্দ্যোপাধ্যায়, দিলারা জামান, ঝুনা চৌধুরী, কেএস ফিরোজ, ইনামুল হক, এসএম মহসীন, শাহানা সুমী, আবদুল্লাহ রানা প্রমুখ। অভিনয়ের পাশাপাশি ছবিটিতে পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন সোহানা সাবা।


মন্তব্য করুন