Select Page

কলকাতার প্রেক্ষাগৃহে মা আমার স্বর্গ

কলকাতার প্রেক্ষাগৃহে মা আমার স্বর্গ

54971_kalজাকির হোসেন রাজু পরিচালিত চলচ্চিত্র ‘মা আমার স্বর্গ‘ মুক্তি পাচ্ছে কলকাতার প্রেক্ষাগৃহে। আগামী ১৯ ডিসেম্বর থেকে ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইতোমধ্যেই চলচ্চিত্রটি ভারতীয় সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

সোমবার কলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টসে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও ইন্দো-বাংলা কালচারাল সেন্টার আয়োজিত বৃহৎবঙ্গ সাংস্কৃতিক সভায় দুই বাংলার বিশিষ্টজনদের উপস্থিতিতে বাংলাদেশের নির্মিত বাংলা চলচ্চিত্রের ভারতে মুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানেই ‘মা আমার স্বর্গ’ ছবির মুক্তির দিন ঘোষণার পাশাপাশি এই ছবির পোস্টার উন্মোচন করা হয়। সভায় বক্তরা কোনও বিভাজন না রেখে বাংলা সাহিত্য, সিনেমা ও সংস্কৃতিকে একযোগে তুলে ধরার কথা বলেন। উল্লেখ্য, শাকিব খানপূর্ণিমা অভিনীত মা আমার স্বর্গ বাংলাদেশে ২০০৭ সালে মুক্তি পেয়েছিল।

সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক এমজে আকবর। বিশেষ অতিথি ছিলেন পরিচালক গৌতম ঘোষ, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ও সহ-সভাপতি সুদীপ্ত কুমার দাশ প্রমুখ। বৃহৎবঙ্গ সাংস্কৃতিক সভায় সভাপতিত্ব করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ভিসি স্মৃতি কুমার সরকার।

সূ্ত্র: মানবজমিন


মন্তব্য করুন