Select Page

ঝন্টুকে না করলেন মুনমুন

ঝন্টুকে না করলেন মুনমুন

moonmoon

১৬ জানুয়ারি থেকে দেলোয়ার জাহান ঝন্টুর ‘৫২ থেকে ৭১’-এ অভিনয় করার কথা ছিল। অথচ হাতে শিডিউল না থাকায় সিনিয়র এই পরিচালককে ফিরিয়ে দিয়েছেন মুনমুন। খবর কালের কণ্ঠ

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিবছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমার দারুণ ব্যস্ততা থাকে। সারাদেশে এই তিন মাসে অন্তত ৫০টির মতো স্টেজ শো করি। প্রতি শোতে পাই ৫০ হাজার থেকে এক লাখ টাকা। তাই ছবিটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।’

সম্প্রতি ড্যানি সিডাকের ছবি ‘কাঁসার থালায় রূপালী চাঁদ’-এর শুটিং শেষ করেছেন মুনমুন। সরকারি অনুদানের এই ছবিতে ১০টি মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে।

পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি ব্যবসা করেন মুনমুন। উত্তরায় রয়েছে তার গার্মেন্টেস ব্যবসা। অল্প পুঁজি দিয়ে শুরু করলেও আস্তে আস্তে এখন ব্যবসাটা বড় হচ্ছে।

নিয়মিত অভিনয় না করলেও মাহি, আঁচল, পরী মনিদের সিনেমা নিয়মিত দেখেন মুনমুন। নতুনদের নিয়ে ভীষণ আশাবাদী। বিশেষ করে মাহিকে নিয়ে উচ্ছ্বসিত—‘মেয়েটির শারীরিক গড়ন চোখে পড়ার মতো। সব ধরনের চরিত্রে পারফেক্ট। পরিশ্রমটাও ভালো করতে পারে। ওকে দিয়েই সম্ভব।’

 


Leave a reply