Select Page

ঝন্টুর নতুন ছবি ‘সুজন মাঝি’

ঝন্টুর নতুন ছবি ‘সুজন মাঝি’

এক সময় দেলোয়ার জাহান ঝন্টুর নির্মাণের জাদু দেখেছিল ঢাকাই সিনেমার দর্শক। কিন্তু সর্বশেষ ‘তুমি আছো তুমি নেই’ ছবির ব্যর্থতা সবচেয়ে বেশি ছবি নির্মাতার কীর্তিকে ম্লান করে দিয়েছে।

ঝন্টুও বসে থাকার পাত্র নন। শুরু করছেন নতুন সিনেমা ‘সুজন মাঝি’। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস নিপুণ। নাম শুনেই বোঝা যাচ্ছে, ছবিতে তাদের গ্রামীণ লুকে দেখা যাবে।

শুটিং শুরু হওয়া সিনেমাটি প্রযোজনা করছেন আবু সাঈদ খান। এটা তার সেমন্তী মিউজিকের ব্যানারে নির্মিত হচ্ছে।

ফেরদৌস ও নিপুণের সঙ্গে এ সিনেমায় আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, সেলিম, সিয়াম খান ও খলঅভিনেতা গাঙ্গুয়াসহ অনেকেই।

সিনেমাটির সব গান লিখেছেন প্রযোজক আবু সাঈদ খান।

‘তুমি আছো তুমি নেই’ ছবিতে অভিনয় করেছেন ফারদীন প্রার্থনা দিঘী। এ ছবি নিয়ে তিনি দারুণ সমালোচিত হন।


মন্তব্য করুন