Select Page

টাইটেল গানেই মন কাড়লো ‘অন্তর জ্বালা’ (ভিডিও)

টাইটেল গানেই মন কাড়লো ‘অন্তর জ্বালা’ (ভিডিও)

রোববার সন্ধ্যায় অনলাইনে মুক্তি পেয়েছে ‘অন্তর জ্বালা’ ছবির টাইটেল গান। সুদীপ কুমার দীপের কথায় সুরারোপ করেছেন আলী আকরাম শুভ। কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল ও ন্যানসি।

আনলিমিটেড অডিও ভিভিও’তে প্রকাশিত গানটি শুধু শুনতে নয়, দেখতেও চমৎকার।

মালেক আফসারী পরিচালিত ‘অন্তর জ্বালা’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান ও পরীমনি। এছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী, মৌমিতা, চিকন আলী, বদ্দা মিঠু, মিজু আহমেদ, অমিত হাসান প্রমুখ।

‘অন্তর জ্বালা’ নায়ক জায়েদ খান প্রযোজিত প্রথম ছবি। ১৫ ডিসেম্বর ১৭৫টি সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে বলে জানাচ্ছেন পরিচালক আফসারী।

ছবিটি পরিবেশনার দায়িত্বে রয়েছে প্রয়াত নায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র।


Leave a reply