Select Page

টানা দুই মাস স্টার সিনেপ্লেক্সে বাংলা ছবির দাপট

টানা দুই মাস স্টার সিনেপ্লেক্সে বাংলা ছবির দাপট

স্টার সিনেপ্লেক্সে বাংলা ছবির এমন সুসময় আগে দেখা যায়নি। গত ঈদুল আজহা থেকে টানা দুই মাস বিদেশি সিনেমার উপর কর্তৃত্ব করে যাচ্ছে দেশি নির্মাণ।

ঈদুল আজহায় মুক্তি পায় অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’ ও রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’। প্রথম সিনেমাটি বেশি হল পেলেও ওয়াশআউট হতে বেশি সময় নেয়নি। কিন্তু কম শো পেয়েও জ্বলে উঠে শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহে ‘পরাণ’ দ্বিগুণের বেশি হল প্রায় সিনেপ্লেক্সের সব আউটলেট।

বাংলা সিনেমার সেই উদ্যমে ২৯ জুলাই নতুন প্রাণ সঞ্চার করে মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। রেকর্ড শো নিয়ে শুরু হওয়া সিনেমাটি এখনো দাপট দেখিয়ে যাচ্ছে।

১৬ সেপ্টেম্বর শুরু হওয়া ১১তম সপ্তাহে ‘পরাণ’ প্রদর্শিত হবে ১৮টি পর্দায়। যা প্রথম সপ্তাহ থেকেও বেশি। অন্যদিকে অষ্টম সপ্তাহে ‘হাওয়া’ পাচ্ছে প্রতিদিন ২১টি শো। অবশ্য বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের শিডিউল একটু আলাদা হওয়া দু-একটি শো এদিক ওদিক হতে পারে। এ ছাড়া নতুন বাংলা সিনেমা সাইদুল ইসলাম রানার ‘বীরত্ব’ পাচ্ছে ৪টি শো।

সব মিলিয়ে মনে হচ্ছে, বাংলা সিনেমার এ দাপট দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইনে আরো কিছুদিন অক্ষুণ্ন থাকছে। আর সপ্তাহখানেক পর মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দর’ ও ‘বিউটি সার্কাস’। এ ছাড়া অক্টোবর একাধিক বড় বাজেটের সিনেমা রিলিজ হবে।


মন্তব্য করুন