Select Page

টানা শুটিংয়ে শেষ ‘পাপ-পূণ্য’, মুক্তি ৭ ফেব্রুয়ারি

টানা শুটিংয়ে শেষ ‘পাপ-পূণ্য’, মুক্তি ৭ ফেব্রুয়ারি

‘মনপুরা’-খ্যাত গিয়াস উদ্দিন সেলিমের তৃতীয় সিনেমা ‘পাপ-পূণ্য’, যাকে তিনি বলেছেন ভালোবাসার ট্রিলজি শেষ ছবি। গত বছর মুক্তি পেয়েছিল দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’।

সম্প্রতি শেষ হয়েছে তৃতীয় সিনেমা ‘পাপ-পূণ্য’ ছবির শুটিং। ২৬ আগস্টে চাঁদুপরে ক্যামেরা ওপেন হয়। এরপর টানা ৩১ দিন কাজ করে ইউনিট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় সেলিম জানান, আগের দুই সিনেমায় সেলিম দেখাতে চেয়েছেন ভালোবাসার ভিন্ন ভিন্ন স্তর। তিনি বলেনবলেন, ‘আমি দশ-বারো বছর ধরে সিনেমা বা নির্মাণের সঙ্গে যুক্ত আছি। মনপুরা ও স্বপ্নজালের মাধ্যমে ভালোবাসার যে বক্তব্য আমি তুলে ধরার চেষ্টা করেছি, তা পাপ-পূণ্য সিনেমার মাধ্যমে পূর্ণতা পাবে।’

এই ট্রিলজি’র পর নতুন কোনো গল্পে, নতুন ঢংয়ে গল্প বলবেন সেলিম-ভিডিও বার্তায় তেমনটাই জানালেন তিনি।

ছবিতে অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, চুমকি, সিয়াম, নবাগত সুমিসহ অনেকে।

মঙ্গলবার চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আনুষ্ঠানিকভাবে শুরু হয় ‘পাপ-পূণ্য’র প্রচারণা। সেখানে গিয়াসউদ্দিন সেলিমকে প্রশ্ন করা, এই প্রচারণা কতোদিন চলবে? উত্তরে তিনি বলেন, আমরা একটা তারিখ এখন পর্যন্ত ফিক্সড করেছি। সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির ৭ তারিখে মুক্তি পাবে ‘পাপ-পূণ্য’।


মন্তব্য করুন