Select Page

টানা ১০০ দিনে ‘পোড়ামন ২’

টানা ১০০ দিনে ‘পোড়ামন ২’

সর্বশেষ ‘ঢাকা অ্যাটাক’-এর মহাসমারোহে ঢালিউডের কোনো সিনেমা টানা ১০০ দিন প্রদর্শিত হয়নি। এবার একই মাইলফলক স্পর্শ করল বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘পোড়ামন ২’। ১৫ তম সপ্তাহে এসে প্রদর্শিত হচ্ছে ১৫টি হলে। নিসন্দেহে ঢাকাই সিনেমার জন্য বড় একটা ঘটনা। এর মধ্যে বসুন্ধরা সিটিতেই প্রদর্শিত হচ্ছে টানা ১৫ সপ্তাহ।

‘পোড়ামন ২’ পরিচালনা করেছেন রায়হান রাফি। অভিনয়ে আছেন সিয়াম ও পূজা। আসুন দেখে নিই হল তালিকা—

ঢাকা : স্টার সিনেপ্লেক্স, বলাকা সিনেওয়ার্ল্ড ও শ্যামলী।

ঢাকার বাইরে : চাঁদমহল – কাঁচপুর, উপহার – রাজশাহী, অভিরুচি – বরিশাল, চন্দ্রিমা – শ্রীপুর, হ্যাপি – লক্ষীপুর, মমতাজ – সিরাজগঞ্জ, রাজ মনিহার – রায়পুরা, রুনা – চালাকচর, সবুজ – চরফ্যাশন, স্বর্নামহল – রূপসী, তিতাস – পটুয়াখালী, উল্কা – জয়দেবপুর, আঁখি – মংলা, মমতা – মাধবদী ও সোনালী – ঈশ্বরগঞ্জ।

এদিকে বর্তমানে সম্পাদনার টেবিলে আছে একই নিমার্তা, অভিনয়শিল্পী ও প্রযোজনা প্রতিষ্ঠানের (জাজ মাল্টিমিডিয়া) নতুন ছবি ‘দহন’। শিগগিরই সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


মন্তব্য করুন