Select Page

টানা ৫০ দিন ‘বিশ্বসুন্দরী’

টানা ৫০ দিন ‘বিশ্বসুন্দরী’

করোনার আবহে রিলিজ হিসেবেই নয়, গত দুই বছরের হিসেবে ৫০ দিন হলে থাকা এখন ভাগ্যের ব্যাপার। অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে হলেও চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ আট সপ্তাহ ধরে চলছে।

পরী মনি ও সিয়াম আহমেদ জুটির প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’ গত ১১ ডিসেম্বর ২৫টি হলে মুক্তি পায়। করোনার পর এটিই ঢাকাই সিনেমার বড় রিলিজ।

মুক্তির ৮ম সপ্তাহে ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভার শাখা), ব্লকবাস্টার সিনেমাস, সেনা অডিটোরিয়াম, বিজিবি (ঢাকা) ও চট্টগ্রামে সিলভার স্ক্রিনে চলছে ‘বিশ্বসুন্দরী’।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘বিশ্বসুন্দরী’ ছবিতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্তসহ আরো অনেকে।

ছবির কাহিনি চিত্রনাট্য ও সংলাপ রুম্মান রশীদ খানের।


মন্তব্য করুন