Select Page

[টিউটোরিয়াল] বিএমডিবি’তে কিভাবে ব্লগ/মুভি রিভিউ লিখবেন?

[টিউটোরিয়াল] বিএমডিবি’তে কিভাবে ব্লগ/মুভি রিভিউ লিখবেন?

সাধারণ ব্লগার ও মুভি রিভিউ লেখক, যারা ফেসবুকে লিখে অভ্যস্ত, তাদের জন্য ব্লগিং প্লাটফর্মে লেখা তুলনামুলকভাবে কষ্টসাধ্য। এর কারণ হতে পারে ফেসবুকে তারা একধরনের প্রক্রিয়ায় অভ্যস্থ, যেটা ওয়ার্ডপ্রেস ভিত্তিক ব্লগ গুলোতে অনুপস্থিত। তাই অনেকেই জানিয়েছেন বিএমডিবিতে কিভাবে ব্লগ লিখতে হয় সেসম্পর্কে তাদের না জানা কথা, এবং তারা জানিয়েছেনে এসংক্রান্ত একটি টিউটোরিয়াল তাদের সহায়তা করতে পারে। এখানে আমি কয়েকটি ছবির মাধ্যমে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি।

১. আপনার ফেসবুক/টুইটার/জিমেইলে একাউন্ট আছে? সেক্ষেত্রে বিএমডিবিতে লগিন একেবারেই সহজ। নিচের চিত্রটি দেখুন:

11

এখানে চিহ্নিত সামাজিক নেটওয়ার্ক গুলোর যেকোন একটির মাধ্যমে আপনি লগিন করতে ক্লিক করুন।

২. ক্লিক করার সময় যদি আপনি ফেসবুকে/টুইটার/জিমেইলে লগিন অবস্থায় থাকেন, তবে আপনাকে কোনপ্রকার ইউজারনেম ও পাসওয়ার্ড দেয়ার স্ক্রীন দেখাবে না। লগিন অবস্থায় না থাকলে নিচের স্ক্রীনটি দেখবেন:

22

এঅবস্থায় আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লিগন করুন।

৩. এরপর আপনাকে অথরাইজেশন স্ক্রীনে নিয়ে যাবে। এখানে বাংলা মুভি ডেটাবেজ আপনার সোশাল নেটওয়ার্কের কোন কোন তথ্যগুলো ব্যবহার করবে তার একটি তালিকা থাকবে। আপনি চাইলে পছন্দমতো কাস্টমাইজ করে নিতে পারেন। এরপর “Okay” বাটনে ক্লিক করুন।

3333

৪. সফলভাবে লগিন করলে আপনি আবার বিএমডিবি’র মূল পাতা ফিরে আসবেন।

33

লাল রংয়ের চিহ্নিত অংশে খেয়াল করলে আপনার নাম ও প্রোফাইল ছবি দেখতে  পাবেন। এরমানে আপনি ঠিকমতোই লগিন করতে পেরেছেন। এবার ব্লগ/রিভিউ লিখে ফেলার পালা।

৫. সবার উপরের কালো বার-এ চিহ্নিত অংশে মাউস রাখুন, দুটি অপশন পাবেন। এরমাঝে “প্রকাশনা“তে ক্লিক করুন:

444

৬. এরপর আপনি পোস্ট লেখার স্ক্রীনে চলে যাবেন।

55

এখানে প্রথমত আপনার লেখার একটি শিরোনাম দিন। দ্বিতীয়ত, চিহ্নিত ঘরে পোস্ট লিখুন। “নতুন মিডিয়া যুক্তকরণ” বাটনে ক্লিক করে প্রয়োজন মতো ছবি আপলোড করুন। তৃতীয়ত, যুতসই একটি বিভাগ পছন্দ করুন। সবশেষে, লেখাটি প্রকাশনার জন্য জমা দিন “পর্যালোচনার জন্য জমা দিন” বাটনে ক্লিক করে।

সাধারণত বিএমডিবি’তে পোস্ট হওয়া লেখাগুলো ১২ ঘন্টার মাঝে মডারেশন পার হয়ে প্রকাশিত হয়। আপনি যদি মনে করেন, আপনার লেখাটি আরো আগে প্রকাশিত হওয়া চাই, সেক্ষেত্রে সাইটের এডমিনকে মেইল করতে পারেন। তাদের মেইল ঠিকানা পাবেন এই পাতায়

শুভ ব্লগিং!


৩ Comments

    • অ্যাডমিন

      জ্বি না। তবে বিএমডিবি-তে প্রকাশিত সকল ব্লগই বিএমডিবি-র পেজ থেকে শেয়ার দেয়া হয়। সর্বোচ্চ একদিন সময় লাগতে পারে ব্লগ প্রকাশের জন্য, এর মধ্যে প্রকাশিত না হলে ধরে নেয়া উচিত ব্লগটা প্রকাশের অযোগ্য, তাই প্রকাশিত হয় নি। বলে রাখা উচিত, নিতান্ত কপি-পেস্ট এবং খুবই মানহীন পোস্ট না হলে বিএমডিবি-তে ব্লগ প্রকাশে কোন বাধা নেই। ধন্যবাদ।

Leave a reply