Select Page

টিকটক থেকে নায়ক-নায়িকা নিলেন সোহান

টিকটক থেকে নায়ক-নায়িকা নিলেন সোহান

সালমান শাহ-মৌসুমীকে জুটি করে সোহানুর রহমান সোহান নির্মাণ করেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিটি। দুই নবাগতের পাশাপাশি পরিচালক হিসেবে সোহানও স্থায়ী আসন পান ঢালিউডে।

এরপর সোহানের আবিষ্কার ছিল শাকিল খান। যাকে এখনো স্মরণ করেন অনেকে। আর দেড় যুগ ধরে ঢালিউড শাসন করা শাকিব খানের প্রথম চলচ্চিত্র ছিল সোহানের পরিচালনায়।

এবার তিনি নতুন নায়ক-নায়িকা খুঁজে পেয়েছেন ভিডিওনির্ভর প্ল্যাটফর্ম টিকটকে।

সোহানের নতুন ছবি ‘স্বপ্নের রাজকুমার’-এ নায়ক-নায়িকা হিসেবে থাকবেন জিসান খান ও সানিয়া নূর। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উপস্থিতিতে ১৮ অক্টোবর রাতে হয়েছে এ ছবির মহরত।

তবে সোহান বাংলা ট্রিবিউনকে জানান শুরুতে অন্য একজনকে নায়ক হিসেবে নির্বাচন করেছিলেন তিনি।

সোহান বলেন, ‘অনেক দিন ধরেই এক ছেলের সঙ্গে আলোচনা হচ্ছিল। আমার বেশ পছন্দও হয়েছিল। কিন্তু পরিবার থেকে শেষ পর্যন্ত অভিনয়ের অনুমতি পাননি তিনি। পরে টিকটকের মাধ্যমে জিসানের খোঁজ পাই। সানিয়াও টিকটক করেন। টিকটকটা আমি নিয়মিত দেখি না। তাই অন্য একজন তাদের খোঁজ প্রথমে আমাকে দেন। পরে তাদের কাজ দেখে অডিশন নিই।’

আপাতত জিসান ও সানিয়ার গ্রুমিং পর্ব চলছে। নভেম্বরের শেষে শুরু হবে ছবির শুটিং। আগামী বছরও এর কাজ চলবে।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares