Select Page

টিজারে দেখুন ‘নোনাজলের কাব্য’

টিজারে দেখুন ‘নোনাজলের কাব্য’

সরকারি অনুদানের পাশাপাশি ২০২০ সালে রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনাজলের কাব্য’ পেয়েছিল টরিনো ফিল্ম ল্যাব অডিয়েন্স ডিজাইন ফান্ড ২০২০। এরপর ‘২৫তম বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ এশিয়ান স্বল্পদৈর্ঘ্য প্রতিযোগিতা বিভাগে মনোনীতও হয়েছিল।

বিশ্বের বিভিন্ন উৎসবে প্রশংসিত হওয়া সিনেমাটি এবার দেশের পর্দায় মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্প্রতি প্রকাশ হলো এর প্রথম টিজার।

‘নোনাজলের কাব্য’ সুমিতের ​প্রথম সিনেমা। চলচ্চিত্রটির চিত্রনাট্য লেখা ও সরেজমিন গবেষণা চলে চার বছর ধরে। চিত্রনাট্যের জন্য এ ছবি পেয়েছিল ‘স্পাইক লি রাইটিং গ্রান্ট’।

২০১৮ সালের ১৩ জুলাই অর্ধশতাধিক শিল্পী ও কলাকুশলী মিলে পটুয়াখালী ও চট্টগ্রামে শুটিং শুরু হয়ে একই বছরের সেপ্টেম্বরের ৩ তারিখে শেষ হয়। এতে অভিনয় করেছেন বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা তিতাস জিয়া ও ফজলুর রহমান বাবু।

আরও আছেন তাসনুভা তামান্না, শতাব্দী ওয়াদুদ, অশোক ব্যাপারী, আমিনুর রহমান মুকুলসহ অনেকে। বাংলাদেশ-ফ্রান্স যৌথ প্রযোজনার ছবি এটি।


মন্তব্য করুন