Select Page

টিজারে ১১ ছবি

টিজারে ১১ ছবি

এক বছর ধরে ২৫টির মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অমনিবাস (অ্যান্থলজি) চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। ১৫ নভেম্বর দর্শকদের সামনে আসবে ছবিটি। শনিবার দুপুরে অনলাইনে মুক্তি পেল ছবির টিজার!

৪৩ সেকেন্ডের টিজারে উঠে এসেছে, ঢাকা শহরের এই সময়ের তরুণ তরুণীর নানাবিধ সংকটের গল্প। যে সংকটগুলোর মুখোমুখি হতে হচ্ছে প্রতিনিয়ত। এমন টুকরো টুকরো বেশ কিছু দৃশ্যে’র দেখা মেলে টিজারে।কয়েক দিনের মধ্যে আসবে ট্রেলার।

‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন অন্তত অর্ধ শতাধিক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, অর্চিতা স্পর্শিয়া, অ্যালেন শুভ্র, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, মনোজ প্রামাণিক, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইয়াশ রোহান, রওনক হাসান, শেহতাজসহ আরও অনেককে।

ছবিগুলো নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, নুহাশ হ‌ুমায়ূন, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ, তামিম নূর ও তানভীর আহসান।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Coming Soon
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?
২০২০ সালে বাংলা চলচ্চিত্রের অবস্থা কেমন হবে?

সাম্প্রতিক খবরাখবর

[wordpress_social_login]

Shares