Select Page

টিভি প্রিমিয়ারের একমাস পর প্রেক্ষাগৃহে ‘টু বি কন্টিনিউড’!

টিভি প্রিমিয়ারের একমাস পর প্রেক্ষাগৃহে ‘টু বি কন্টিনিউড’!

ঈদুল আজহার দ্বিতীয় দিনে চ্যানেল আই-এ প্রচার হয়েছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত চলচ্চিত্র ‘টু বি কন্টিনিউড’। বেশ প্রশংসিতও হয়েছে দর্শক মহলে। তবে তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন সিনেমা হলে মুক্তি না পাওয়ায়।

এবার প্রেক্ষাগৃহ মুক্তি পাচ্ছে ‘টু বি কন্টিনিউড’। ২৮ সেপ্টেম্বর থেকে দেখা যাবে ১০টি হলে। এ তথ্য জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

‘টু বি কন্টিনিউড’ যে সকল প্রেক্ষাগৃহে দেখা যাবে : বলাকা সিনেওয়ার্ল্ড (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), ছায়াবানী (ময়মনসিংহ), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), মমতাজ (সিরাজগঞ্জ), মল্লিকা (উল্লাপাড়া), সঙ্গীতা (খুলনা), মৌচাক (পাবনা), কল্লোল (মধুপুর) ও বীনা (পাবনা)।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরিচালক ফাহমি নিজেই। তার বিপরীতে আছেন পূর্ণিমা। আরো অভিনয় করেছেন মিশু সাব্বির, অর্পণা ঘোষ, মিতা চৌধুরী, আবুল হায়াত ও সোহেল খান।


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares