Select Page

বড়পর্দায় ‘আয়নাবাজি’ দেখার সুযোগ হারাবেন না, একটি মাত্র শো!

বড়পর্দায় ‘আয়নাবাজি’ দেখার সুযোগ হারাবেন না, একটি মাত্র শো!

২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘আয়নাবাজি’ ছবিটি। এরপর পুরোটাই ইতিহাস। দারুণ জনপ্রিয় হওয়ার পাশাপাশি দেশে এবং বিদেশে বিভিন্ন উৎসবে প্রশংসিত হয় ছবিটি। পেয়েছে কিছু উল্লেখযোগ্য পুরস্কার। এবার ‘আয়নাবাজি’ মুক্তির এক বছর পূর্তি হচ্ছে। জানা গেছে, এ উপলক্ষে ৩০ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলী সিনেমা হলে ‘আয়নাবাজি’ ছবির একটি বিশেষ প্রদর্শনী হবে। আর এই প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন সাধারণ দর্শক। অগ্রিম টিকিট পাওয়া যাবে শুক্রবার থেকে শ্যামলী হলের টিকিট কাউন্টারে।

আগামী শনিবার দুপুরে শ্যামলী সিনেমা হলে ‘আয়নাবাজি’ ছবির এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ছবির প্রযোজক, পরিচালক, শিল্পী আর কলাকুশলীরা।

‘আয়নাবাজি’ ছবির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘ছবিটি দেশের জন্য একটা দৃষ্টান্ত, চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইলফলক। যদিও টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে, তবুও দর্শকদের হলমুখী করার জন্য এবার ইংরেজি সাবটাইটেলসহ আসছে ছবিটি। দর্শকদের আরও একবার বড় পর্দায় সিনেমাটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য শ্যামলী হল কর্তৃপক্ষকে ধন্যবাদ।’

‘আয়নাবাজি’ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান, গাওসুল আলম শাওনসহ অনেকে। মূল ভাবনা গাওসুল আলম শাওনের; চিত্রনাট্যও তিনি রচনা করেছেন, অনম বিশ্বাসের সঙ্গে যৌথভাবে। নির্বাহী প্রযোজক এশা ইউসুফ।


মন্তব্য করুন