Select Page

টেলিভিশনে ‘মিস্টার এক্স’

টেলিভিশনে ‘মিস্টার এক্স’

Mister X

তরুণ নিমার্তা মুহাম্মদ আলতামিশ নাবিল ও ভিকি জাহেদ তাদের বহুল প্রশংসিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিস্টার এক্স’ নিয়ে এবার হাজির হলেন চ্যানেল নাইনে।

নিমার্তা  নাবিলের সুত্রে জানা যায়, আগামী ২৬শে জুলাই শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটে চ্যানেলটিতে প্রচারিত হবে তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে টিভি শো ফিল্ম টকিজের তৃতীয় পর্ব।  এ পর্বে দুই নিমার্তার সাথে আরো উপস্থিত থাকবেন চলচ্চিত্রটির চিত্রগ্রাহক বিদ্রোহী দীপন। তারা চলচ্চিত্র নিয়ে তাদের ভাবনা তুলে ধরবেন অনুষ্ঠানটিতে।

একই অনুষ্ঠানে প্রদর্শিত হবে চলচ্চিত্র ‘মিষ্টার এক্স’।

অনুষ্ঠানটি নিয়ে খুবই উচ্ছসিত মিষ্টার এক্স এর পরিচালকদ্বয়। এ সম্পর্কে নাবিল বলেন ‘প্রথমবার ফিল্মমেকার হিসেবে টিভির পর্দায় সাক্ষাতকার দিচ্ছি, অনুভূতিটা অবশ্যই ব্যতিক্রম। আমি মনে করি এরকম টিভি শো এদেশে আরো বেশি করে হওয়া উচিত, তাতে করে দেশের সকল প্রান্তে থাকা তরুণ নির্মাতারা আরো অনুপ্রানিত হবে’।

রানা ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটির ধারণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

 

 

 

 


মন্তব্য করুন