Select Page

ট্রেলারেই আলোচিত মুসাফির

ট্রেলারেই আলোচিত মুসাফির

image_222602.mজনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে প্রকাশ পেয়েছে মুসাফির চলচ্চিত্রের ট্রেলর। প্রকাশের সাথে সাথেই আলোচনায় চলে এসেছে এই চলচ্চিত্র। জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকেও শুরু হয়েছে আরিফিন শুভ অভিনীত এই চলচ্চিত্রের ট্রেলার ঘিরে আলোচনা।

আশিকুর রহমান পরিচালিত মুসাফির চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। মূল ভুমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ এবং নবাগত অভিনেত্রী মারজান জেনিফা

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, হারুন রশিদ, টাইগার রবি, শিমুল খান, সিন্ডি রোলিং, জাদু আজাদ ও রেবেকা। বিশেষ চরিত্রে আছেন লাক্স সুন্দরী প্রসূন আজাদ।

এরআগে, গত ২০ মার্চ বিএফডিসিতে জহির রায়হান কালার ল্যাব ভিআইপি অডিটরিয়ামে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এরপর দেশের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং হয়। এ বছরেই মুক্তি পেতে যাচ্ছে ‘মুসাফির’ সিনেমাটি।

ট্রেলারটি দেখা যাবে এখানে:


Leave a reply