Select Page

ট্রেলারেই জ্বলছে ‘পরাণ’

ট্রেলারেই জ্বলছে ‘পরাণ’

প্রথম ছবি ‘পোড়ামন ২’-এ একটু অন্যরকম প্রেমের গল্পে হাজির হয়েছিলেন রায়হান রাফী। তৃতীয় ছবি ‘পরাণ’-এ সেই ট্রেন্ডে ফেরার আভাস দিলেন। ট্রেলারেই জ্বলছে যে পরাণ!

বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান ও শরিফুল রাজ ত্রয়ীকে ঘিরে ছবির গল্প। যার সঙ্গে আলোচিত হত্যাকাণ্ডকে জুড়ে দেওয়া হচ্ছে প্রচারে। ট্রেলারেও এক নারীর দুই প্রেমিক, একজনের সঙ্গে বিয়ে ও একটি হত্যাকাণ্ড দেখা যায়।

পুরো ভিডিও জুড়ে স্নিগ্ধ রূপে মিম ও বেপরোয়া প্রেমিক হিসেবে পাওয়া যায় রাজকে। তাদের তুলনায় কম দেখা গেছে ইয়াশকে। তবে আগে থেকেই রাজের দুরন্তপনা আলোচনায় আছে। প্রকাশিত টিজার, গানে একই চিত্র দেখা গেছে।

‘পরাণ’-এ আরও আছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, রাশেদ মামুন অপু, শিল্পী সরকার অপু, নাসিরউদ্দিন খানসহ বাঘা বাঘা কয়েকজন অভিনেতা।

সিনেমার নির্মাণের ধাঁচ হিসেবে রাফী বরাবরের মতো উচ্চকিত ধারাটি বেছে নিয়েছেন। এখনো দর্শক সিনেমা হলে এ ধারাটিই পছন্দ করে। আশা করা যায়, ঈদুল আজহার বাজার চাঙ্গা করবে রোমান্টিক-অ্যাকশনধর্মী ‘পরাণ’।


মন্তব্য করুন