Select Page

ট্রেলারেই বাজীমাত

ট্রেলারেই বাজীমাত

1452390_604539019582465_1507176122_nমুক্তি পেলো ইফতেখার চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘অগ্নি’র ৩ মিনিট ৪৫ সেকেন্ড ব্যাপ্তির ট্রেলার। এর আগের আধ মিনিটের ট্রেলার দর্শকের মাঝে যে আগ্রহ তৈরি করেছিল তা ভালোভাবেই মিটল যেন। ফেসবুকের সিনেমা পেজগুলো দেখে এমনই ধারণা মিলছে।

মাহির কিছুর দুর্দান্ত একশান দৃশ্য জুড়ে দেখা হয়েছে ট্রেলারে। আরেফিন শুভকে দেখা গেছে অন্যরকম গেটআপে। শুভর ক্যারিয়ার টার্নিং অনেকেই মনে করছেন এই ছবিটিকে। একইভাবে হাল আমলে মাহি বেশ আলোচনায় এলেও পোস্টার নকল, গল্প দুর্বলতাকে ছাপিয়ে এটিই হবে তার পরিপূর্ণ ম্যাচিউরড ছবি এমনটাই প্রত্যাশা করছেন সকলে। এই ছবির আরেকটি চমক হলো শুভের কন্ঠের গান ‘সহে না যাতনা’।

এর আগে গত অক্টোবরে ‘অগ্নি’ ছবিটির প্রথম ট্রেলারটি দেখার জন্য তিন দিনে ইউটিউবে প্রায় বার ৫ লক্ষ হিট পড়েছিলো। নতুন ট্রেলারটিতে তার চেয়ে হিট হবে বলে ধারণা করা হচ্ছে।

 

একজন মন্তব্য করেছেন, গত দুইবছরের মধ্যে এই প্রথম কোনো বাংলা চলচ্চিত্রের ট্রেলার দেখে ছবিটি দেখার ইচ্ছে জাগছে।

ফেসবুকে অন্য একজন একটু বিরূপভাবে বলছেন, ট্রেলারটির মাইনাস পয়েন্ট হলো কোনো রহস্য না রেখেই পুরো ছবির গল্প বলে দেয়া হয়েছে।

শুরুতেই কোরবান ঈদে মুক্তি পাবার কথা ছিলো। এরপর নভেম্বরের কথা থাকলেও দুইবারই পিছিয়ে যায়। তবে আগামী বছরের ৭ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়।

 


মন্তব্য করুন