Select Page

ট্রেলারে ঈদের সিনেমা

ট্রেলারে ঈদের সিনেমা

bg_501404081

ইতোমধ্যে ঈদের তিন সিনেমার ট্রেলার আপনারা দেখেছেন। আবার অনেকেই সিনেমাগুলো দেখেছেন। কেউ কেউ ভালো-মন্দ নিয়ে নানা ফোরামে লিখেছেনও। যারা দেখেননি তাদের জন্য আবারও ঈদে মুক্তিপ্রাপ্ত তিন সিনেমার ট্রেলার শেয়ার করা হলো। ট্রেলার থেকে সিদ্ধান্ত নিতে পারেন কোন কোন সিনেমা দেখবেন।

শাকিব-অপুর সিনেমা ‘লাভ ম্যারেজ’। পরিচালনা করেছেন শাহীন সুমন। চলছে ১২২টি হলে।

মাহি-ওম অভিনীত ‘অগ্নি ২’। ইফতেখার চৌধুরী পরিচালিত সিনেমাটি চলছে ১০৮টি সিনেমা হলে।

ইমন-মিম অভিনীত সিনেমা ‘পদ্ম পাতার জল’। নির্মাতা তন্ময় তানসেনের অভিষেক চলচ্চিত্রটি ঢাকায় ৭টি হলে চলছে। এ ছাড়া সারাদেশে আরো কিছু সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।


মন্তব্য করুন