Select Page

ট্রেলারে ‘গহীন বালুচর’ বৃত্তান্ত

ট্রেলারে ‘গহীন বালুচর’ বৃত্তান্ত

বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’-এর ট্রেলার রিলিজ হয়েছে অনলাইনে। ২০ অক্টোবর মুক্তি প্রতিক্ষীত সিনেমাটির প্রচারণা সরকারি অনুদানের অন্যান্য ছবির চেয়ে অনেকটাই বেশি। যা আশাবাদী হওয়ার মতোই ঘটনা।

ট্রেলারে উঠে এসেছে সিনেমার টুকরো টুকরো দৃশ্য। তাতে বোঝা যায় একই সমান্তরালে উঠে এসেছে নতুন জেগে উঠা চর দখল ও প্রেমের গল্প। এ ধরনের গল্প যদিও সিনেমায় নতুন নয়, ‘গহীন বালুচর’ ট্রেলারে মনোযোগ কেড়েছে। পরিচ্ছন্ন দৃশ্যায়ন ও তারকাদের অভিনয় প্রত্যাশা বাড়িয়েছে বৈকি।

চলচ্চিত্রটিতে অভিষেক ঘটছে ছোটপর্দার অভিনেত্রী নীলাঞ্জনা নীলার। তার সঙ্গে আরও দেখা যাবে দুই নতুন মুখ তানভীর ও মুনকে। তাদের ত্রিভুজ প্রেমের গল্পে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে থাকছেন সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, বন্যা মির্জা, জিতু আহসান, রুনা খান প্রমুখ।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares