Select Page

ট্রেলারে চমকে দিলো ‘প্রহেলিকা’

ট্রেলারে চমকে দিলো ‘প্রহেলিকা’

টিভি নাটকের জনপ্রিয়তা নির্মাতা চয়নিকা চৌধুরী রিলেশন ড্রামা নিয়ে বেশি পরিচিত। থ্রিলারধর্মী কাজ তেমন একটি করেননি। ‘অপ্রত্যাশিতভাবে’ সেই চমক দিলেন নিজের দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’য়।

কিছুদিন আগে প্রকাশিত পোস্টারে থ্রিলের আভাস দিয়েছিলেন চয়নিকা। এবার পুরোটা খোলাসা করলেন ট্রেলার।

মাহফুজ আহমেদ, শবনম বুবলি ও নাসিরউদ্দিন খান অভিনয় করেছেন প্রধান তিন চরিত্রে। আছে চোর-পুলিশ খেলা ও রোমান্সের লুকোচুরি। মনে হচ্ছে, অল্প কটি চরিত্র ও লোকেশনের সদ্ব্যবহার করতে চেয়েছেন নির্মাতা। এখন বাকিটা দেখা যাবে সিনেমা হলে।

ঈদের অন্য সিনেমার ভিড়ে ‘প্রহেলিকা’ আলোচনায় স্থান করে নিতে পেরেছেন; তাতে ভিন্ন মাত্রা যোগ করেছে ট্রেলারটি।


Leave a reply