Select Page

ট্রেলারে দুর্ধর্ষ ‘মিস্টার বাংলাদেশ’

ট্রেলারে দুর্ধর্ষ ‘মিস্টার বাংলাদেশ’

ধর্মের নামে মানুষ হত্যা চলছে। বলা হচ্ছে জিহাদ। অথচ হযরত মুহাম্মদ (স.) বলেছেন, ‘মনের কু-প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করাই বড় জিহাদ।’ এমন বানী দিয়ে শুরু হয় ‘মিস্টার বাংলাদেশ’-এর ৩ মিনিট ২০ সেকেন্ডের ট্রেলার।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে রোববার সন্ধ্যায় প্রকাশ হয় ট্রেলারটি।

ভিলেন সাফায়েত ইব্রাহিম ও নায়ক মিস্টার বাংলাদেশ আছে পুরো ট্রেলার জুড়ে। শেষে বলা হয়, এটি একজন সৈনিক, প্রেমিক, পিতা, বিদ্রোহী ও দেশপ্রেমিকের গল্প।

‘একজনের প্রতিশোধ দেশের প্রতিবাদ’ এমন স্লোগানে জঙ্গিবাদবিরোধী সিনেমাটি নির্মাণ করেছেন আবু আকতারুল ইমান। প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছেন ‘জাগো’-খ্যাত নির্মাতা খিজির হায়াত খান।

‘মিস্টার বাংলাদেশ’-এর কাহিনি ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস।

খিজির হায়াত খান ছাড়াও অভিনয় করেছেন শানেরাই দেবী শানু, টাইগার রবি, শামীম হাসান সরকার, মেরিয়ান ও শাহরিয়ার সজিব।

কেএইচকে প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি জুলাইয়ে ফুটবল বিশ্বকাপের পর মুক্তি পাবে।


মন্তব্য করুন