ট্রেলারে নবাগত শান্ত খানের ‘প্রেম চোর’
প্রযোজক সেলিম খানের হাত ধরে চলচ্চিত্রে আসছেন ছেলে শান্ত খান। ৬ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাপলা মিডিয়া প্রযোজিত ‘প্রেম চোর’। পরিচালনা করেছেন উত্তম আকাশ। শান্তর বিপরীতে দেখা যাবে কলকাতার নেহাকে। সম্প্রতি প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার।
এর আগে একাধিকবার ‘প্রেম চোর’ মুক্তির ঘোষণা আসলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায়। এবার পোস্টার প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় মুক্তির দিনক্ষণ জানানো হলো।
মে মাসে সেন্সর ছাড়পত্র পাওয়া ‘প্রেম চোর’-এ আরও অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত ও সুপ্রিয় দত্ত।
ছবির ৪টি গান লিখেছেন সুদীপ কুমার দীপ। কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, সাবরিনা সাবা, শাহরিয়ার রাফাত, জেমি ইয়াসমিন ও প্রীতম। কোরিওগ্রাফি করেছেন কলকাতার বাবা যাদব।
এদিকে ‘প্রেম চোর’-এর সঙ্গে একই দিন মুক্তি পাবে চয়নিকা চৌধুরী পরিচালিত এবং পরী মনি-সিয়াম আহমেদ অভিনীত ‘বিশ্বসুন্দরী’।