Select Page

ট্রেলারঃ বাংলাদেশী

২০১২ সালে মনোয়ার খোকনের পরিচালনায় মুক্তি পায় বাংলাদেশী চলচ্চিত্র। এই ছবির মাধ্যমে জাহাঙ্গীর শেঠ এর অভিষেক ঘটে। তবে এই ছবির পর জাহাঙ্গীর শেঠ আর কোন ছবিতে অভিনয় করেন নি। ছবিটি খুব বেশী সাফল্য লাভ করতে না পারলেও অনলাইন দুনিয়ায় এর ট্রেলার বেশ বিনোদন বিকিয়েছে। বাংলাদেশী চলচ্চিত্রের মত হাস্যকর ট্রেলার আর হয় না – এমন মতামত পাওয়া যায় প্রচুর। বিএমডিবি-র পাঠকদের জন্য বাংলাদেশী চলচ্চিত্রের ট্রেলার এখানে যুক্ত করা হল।


মন্তব্য করুন