Select Page

ট্রেলার: ঢাকা স্বপ্ন নাকি দুঃস্বপ্ন?

ট্রেলার: ঢাকা স্বপ্ন নাকি দুঃস্বপ্ন?

২ কোটি মানুষের বাস রাজধানী ঢাকায়। বিশ্বের অন্যতম জনবহুল এ দেশে বিকেন্দ্রীকরণ না হওয়ার বোঝা দশকের পর দশক বয়ে চলছে শহরটি। প্রতিদিন শত শত মানুষ ঢুকছে। একেক জনের অভিপ্সা একেক রকম।

চলতি পথে বা বসবাসের কারণে অনেকের দেখা হয়ে যায়। হয়তো কথা হয় কারো কারো সঙ্গে, বেশির ভাগেরই তো হয় না। সম্ভবও না। এ শহর ঘিরে তাদের অনেক স্বপ্ন থাকে। তবে শেষ পর্যন্ত প্রশ্ন হলো, ঢাকা তাদের জন্য স্বপ্ন নাকি দুঃস্বপ্ন?

তেমন কিছু মানুষের গল্প ‘ঢাকা ড্রিম’। সদ্য প্রকাশিত ট্রেলার থেকে এটা মনে হওয়া স্বাভাবিক যে, যাত্রা পথে কাছাকাছি আসা কিছু মানুষের গল্প এটি। যেখানে ভিন্ন ভিন্ন গল্প একই বিন্দুতে মিশে যায়।

প্রসূন রহমানের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’ অনেক দিন ধরে খবরে আছে, করোনার কারণে এতদিন মুক্তি পায়নি। বৃহস্পতিবার রাতে ট্রেলার প্রকাশ করে নির্মাতা জানান, ‘ঢাকা ড্রিম’ মুক্তি পাচ্ছে ২২ অক্টোবর।

এ প্রসঙ্গে প্রসূন রহমান জানান, প্রান্তিক মানুষের নগরকেন্দ্রিক যে স্বপ্ন, সে স্বপ্ন আবহমান কালের। কিন্তু সে নগর কি সবার স্বপ্নকে ধারণ করতে পারে? তবু কেন আসে মানুষ এই শহরে? কোন‌ স্বপ্ন নিয়ে? বাস্তবের চেয়েও সত্য যে স্বপ্ন, স্বপ্নের চেয়েও অধিক যে সত্য সে স্বপ্ন ও সত্যের আরেক নাম ‘ঢাকা ড্রিম’!

আরও বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী ২২ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে আমাদের চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’। আজ উন্মুক্ত হলো ট্রেলার। সবাইকে স্বাক্ষী হওয়ার আমন্ত্রণ।

চলতি বছরের মার্চে চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মুনীরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহরিয়ার ফেরদৌস সজীব, আনোয়ার হোসেন চৌধুরী, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, নাইরুজ সিফাত, সায়মা নীরা, সায়কা আহমেদ, সুজাত শিমুল, শরিফুল আজম পিন্টু, এস এম মহসিনসহ আরো অনেকে।

কুমার বিশ্বজিতের সুর ও সঙ্গীত পরিচালনায় এ চলচ্চিত্রে দুটি গান রযেছে; পাশাপাশি সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন তিনি। দুইটি গানের একটিতে কণ্ঠ দিয়েছেন প্রয়াত শিল্পী বারী সিদ্দিকী, আরেকটিতে মমতাজ।


মন্তব্য করুন