ট্রেলার থেকে বুঝে নিন কেন দেখবেন ‘অহংকার’?
টিজার ও কয়েকটি গানের পর প্রকাশ হলো শাকিব খান ও শবনম বুবলি অভিনীত নতুন সিনেমা ‘অহংকার’-এর ট্রেলার। সিনেমাটি পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন লিটন।
সিনেমাটির আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তমা মির্জা ও নূতন। ‘অহংকার’ মুক্তি পাবে ঈদুল আজহায়।
মূলত আগে প্রকাশিত টিজার ও গানের অংশই রয়েছে ট্রেলার জুড়ে। নতুন কিছু ফুটেজ যোগ করা হলেও সিনেমাটির কোনো নতুনত্ব ধরা পড়েনি। তবে শাকিব খানকে অনেকটা সতেজ লুকে দেখা গেছে। সেটা স্বস্তির বিষয় বটে।
পাঠক কেমন লেগেছে ট্রেলারটি আমাদের জানান।