Select Page

ট্রেলার বলছে পর্দা কাঁপাবে ‘পাষাণ’, দেখুন…

ট্রেলার বলছে পর্দা কাঁপাবে ‘পাষাণ’, দেখুন…

অবশেষে অনলাইনে প্রকাশ হলো সৈকত নাসির পরিচালিত তৃতীয় সিনেমা ‘পাষাণ’-এর ট্রেলার। ২০১৬ সালে নানা বাধা পেরিয়ে শুটিং শুরু হলেও গেল মাসে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় অ্যাকশন ঘরানার ছবিটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়।

২ মিনিটের ভিডিও জুড়ে অ্যাকশন, রোমান্স ও কমেডি দেখা যায়। তবে অ্যাকশনই ছিল বেশি। আর বলছে পর্দা কাঁপাবে ‘পাষাণ’।

সিনেমাটির নায়ক হয়েছেন কলকাতার ওম। এর মাধ্যমে অনেকদিন পর তাকে পর্দায় দেখা যাবে। বিপরীতে আছেন বিদ্যা সিনহা মিম। ওমকে দেখা যাবে মারকুটে চরিত্রের তরুণের ভূমিকায়, অন্যদিকে সাংবাদিক হয়েছেন মিমি।

মিম-ওম ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, বিপাশা কবির, সাদেক বাচ্চু, সীমান্ত, শিমুল খান, প্রয়াত মিজু আহমেদ, সাব্বির সিদ্দিকি প্রমুখ।

শোনা যাচ্ছে ২৩ মার্চ মুক্তি পাবে ‘পাষাণ’।


আমাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares