Select Page

ট্রেলার: মুজিব

ট্রেলার: মুজিব

প্রকাশ হলো শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব- একটি জাতির রূপকার’-এর ট্রেলার।

ট্রেলার শুরু হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিয়ে। ভাষণের মাঝে মাঝে দেখানো হয়েছে ফরিদপুর জেলে থেকে বঙ্গবন্ধু কীভাবে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। দেখানো হয়েছে কীভাবে সারাদেশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন। তার রাজনৈতিক ক্যারিয়ারে অবদান থাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দীকেও এক পলক দেখানো হয়েছে। এসেছে তাজউদ্দিন আহমেদ, খন্দকার মোশতাকসহ শেখ হাসিনা। দেখানো হয়েছে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু বলছেন, ভারত বাংলাদেশ ভাই ভাই।

আরও দেখানো হয়েছে ২৬ মার্চের প্রথম প্রহরে কীভাবে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাকে গ্রেফতারের বিষয়টিও দেখানো হয়েছে। সব মিলিয়ে ট্রেলার দেখা বোঝা যাচ্ছে, এ প্রজন্মের কেউ যদি খুব অল্প সময়ে বঙ্গবন্ধুকে জানতে চায়, তাহলে এ ছবিটি তার জন্য অনেক বড় সোর্স হবে।

এ ট্রেলারটি মূল ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে উন্মুক্ত করা হয়েছে। সেখানে উড়ে গেছেন এর প্রধান অভিনয়শিল্পীরা।

ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় ছবিটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে।

বঙ্গবন্ধুর এই বায়োপিকে তার সময়ের গুরুত্বপূর্ণ সব চরিত্রই থাকছে। এর মধ্যে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন— তৌকির আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), রাইসুল ইসলাম আসাদ (মওলানা ভাসানী), সাবিলা নূর (শেখ রেহানা), সিয়াম আহমেদ (শামসুল হক), খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), চঞ্চল চৌধুরী (তরুণ লুৎফর রহমান), দিলারা জামান (সায়েরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রিয়াজ আহমেদ (তাজউদ্দিন আহমেদ), তুষার খান (মানিক মিয়া), সমু চৌধুরী (কামারুজ্জামান) ও খলিলুর রহমান কাদেরিসহ (এম মনসুর আলী) অন্যরা।


Leave a reply