Select Page

আবারও গোপন বৈঠক!

আবারও গোপন বৈঠক!

imagesবাংলাদেশি চলচ্চিত্রের হারিয়ে যাওয়া ঐতিহ্য আর সম্মান পুনরুদ্ধারের চেষ্টা চলছে যখন, তখনই ভারতীয় ছবির প্রদর্শনী ও পুঁজি বিনিয়োগের জোরালো প্রচেষ্টা চলছে।  এ নিয়ে একাধিক গোপন বৈঠক হয়ে গেছে ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে। সর্বশেষটি হয়ে গেল ১৩ সেপ্টেম্বর।

এর আগে একই বিষয়ে গোপন বৈঠক করে গেছেন পশ্চিমবঙ্গের প্রসেনজিৎ, গৌতম ঘোষসহ প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস, এসকে মুভিজসহ অনেকেই।  এই গোপন বৈঠকগুলো বেশ সমালোচিতও হয়।

সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বরে বিএফডিসিতে তথ্যসচিব, তথ্যমন্ত্রী, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বলিউডের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইউফো একটি বিশেষ আলোচনা বসে।

এ সময় ভারতের রিলায়েন্স গ্রুপেরও একজন মুখপাত্র উপস্থিত ছিলেন। তাঁরা এ দেশের হলগুলো আধুনিকায়ন করার লক্ষ্যে বিনিয়োগ করতে চান এবং বিনিয়োগকৃত অর্থ মুনাফাসহ ফেরত নিতে চান। সেই লক্ষ্যে পরদিন ঢাকার পদ্মা হলে তিন ধরনের প্রজেকশন মেশিনের কার্যকারিতা প্রদর্শন করেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন দেশের বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধাররা।

এদিকে শিল্পী ও নির্মাতাদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, পুরো প্রক্রিয়াটি নিয়ে তাঁরা শঙ্কিত।

সুত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন