Select Page

এফডিসি-তে ‘ডিজিটাল সিনেমা নির্মাণ’ বিষয়ক কর্মশালা

এফডিসি-তে ‘ডিজিটাল সিনেমা নির্মাণ’ বিষয়ক কর্মশালা

indexচলচ্চিত্র পরিচালকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে  ‘ডিজিটাল সিনেমা নির্মাণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে।

আগামী ৪, ৫ ও ৬ই জুলাই এফডিসিতে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

৩ দিনব্যাপী এই কর্মশালায় চলচ্চিত্র পরিচালকদের প্রাধান্য দেয়া হবে বলে সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন জানিয়েছেন।

এতে  হাতে কলমে, ক্যামেরা থেকে শুরু করে সব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।  ডিজিটাল চলচ্চিত্র নির্মাণে প্রশিক্ষণপ্রাপ্ত কলাকুশলীদের দিয়েই এই কর্মশালা পরিচালিত হবে।

খোকনের মতে, এতে করে বাংলাদেশেও ডিজিটাল সিনেমার অগ্রযাত্রা নতুন মাত্রা লাভ করবে। সমৃদ্ধ হবে এ দেশের সিনেমাশিল্প।

সুত্র: মানবজমিন


মন্তব্য করুন