Select Page

ডিসেম্বরে শুরু ‘অগ্নি ৩’

ডিসেম্বরে শুরু ‘অগ্নি ৩’

আবারও আলোচনায় ‘অগ্নি’। জাজ মাল্টিমিডিয়ার আলোচিত ও সফল সিনেমার মধ্যে অন্যতম ‘অগ্নি’ ও ‘অগ্নি ২’। দ্বিতীয় সিনেমার পর নায়িকা মাহিয়া মাহির সঙ্গে জাজের দূরত্ব সৃষ্টি হলে সিরিজটি থমকে দাঁড়ায়। এরপর একাধিকবার ‘অগ্নি ৩’ নিয়ে কথা উঠলেও পাকা খবর আসেনি।

অবশ্য এর আগে ২০১৯ সালেই ‘অগ্নি ৩’নির্মাণ হবে বলে জানিয়েছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। তবে তা হয়নি।

ওই সময় আজিজ বলেন, ‘“অগ্নি ৩” সিনেমা তৈরির পরিকল্পনা আমাদের অনেক দিনের। অবশেষে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এর আগে বাংলাদেশ আর ভারতের কলকাতা ও মুম্বাই মিলে তিনবার এই সিনেমার চিত্রনাট্য করেছিলাম, কোনোটাই মনের মতো হচ্ছিল না। সব সময় ভেবেছি—এই সিনেমা অবশ্যই গল্পে, গানে, অ্যাকশন ও নির্মাণে আগের দুটি থেকে এগিয়ে থাকতে হবে। অবশেষে সিক্যুয়েলের জন্য খুব সুন্দর গল্প পেয়েছি, যার মূল ভাবনা আমার। সংলাপ ও চিত্রনাট্য লেখার কাজে তিনজন কাজ করছেন।’

‘অগ্নি’ সিরিজের প্রথম দুটি সিনেমায় অভিনয় করেছিলেন আরিফিন শুভ, মাহিয়া মাহি ও কলকাতার ওম। প্রথম দুটি সিনেমার পরিচালক ছিলেন ইফতেখার চৌধুরী।

কিন্তু যখন প্রায় সবাই সিক্যুয়ালের সম্ভাবনা ভুলতে বসেছে, তখন বৃহস্পতিবার (৩০ জুন) জাজ এক ঘোষণায় জানায়, এখন জাজ কাজে নামবে ‘অগ্নি ৩’ এর জন্য। ‘অগ্নি ৩’ এর শুটিং শুরু হবে ডিসেম্বার এর প্রথম সপ্তাহে।

অবশ্য কিছুদিন আগে মাহিকে ট্যাগ করে আব্দুল আজিজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। তখন অনেকেই বলেন, মাহি ফিরছেন ‘অগ্নি’। পরে ট্যাগ সরিয়ে নেন আজিজ। নতুন এ ঘোষণার পর মাহির ফিরে আসা নিয়ে ফের কথা উঠেছে।

তবে জাজ বলছে, এবার অগ্নি কে হবে? আমরা অগ্নি খুঁজতেছি? আশা করি পেয়ে যাবে কিছুদিনের মধ্যেই।

জাজ মাল্টিমিডিয়ার বিবৃতি থেকে বোঝা যাচ্ছে, একদম নতুন মুখ নিয়ে শুরু করতে যাচ্ছেন তারা।


Leave a reply