Select Page

ডুবের মাধ্যমে ‘জাজ’ কলকাতায়!

ডুবের মাধ্যমে ‘জাজ’ কলকাতায়!

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বছর দুয়েক আগে বলেছিলেন, তার প্রতিষ্ঠানটি কলকাতার বাজার দখল করবে। সে কথা কতটা বাস্তব রূপ নিয়েছে তা দর্শক মাত্রই জানেন। উল্টো যৌথ প্রযোজনার সিনেমাগুলো সে দেশে শুধুমাত্র এসকে মুভিজের নামেই প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। বাংলাদেশি পরিচালক হলে তো কথাই নেই— সে সিনেমা হলে গেল কিনা তার খবরই থাকে না।

হ্যাঁ, এবার তার ব্যতিক্রম হলো। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ এর ক্ষেত্রে ভারতীয়রা বাধ্য হলো জাজের নাম নিতে। সিনেমাটির যাবতীয় প্রচারণার পাশাপাশি প্রিমিয়ার শো’তে এসকে’র পাশাপাশি জাজের নাম দেখা যাচ্ছে।

তবে বরাবর ভারতীয় নায়ক নির্ভর যৌথ সিনেমাগুলো ভারত-বাংলাদেশে একইদিনে মুক্তি পায়। ‘ডুব’-এর ক্ষেত্রেও তাই। লক্ষ্যণীয় হলো পরিচালক বাংলাদেশের হওয়ায় ও কাহিনী-নির্মাণে বাংলাদেশ প্রাধান্য পাওয়ায় জাজের ব্র্যান্ডিং বেড়েছে। এছাড়া সিনেমাটি বিশ্বের একাধিক দেশের উৎসবে প্রদর্শিত হয়ে বাংলাদেশের সিনেমা হিসেবেই মর্যাদা লাভ করেছে। ফারুকীকে বলা হচ্ছে, ‘বাংলাদেশি সিনেমার ভয়েস’।

সঙ্গত কারণেই পুরো ব্যাপারটিতে চলে আসছে পরিচালকের মেরুদন্ডের জোর, নিজের সিনেমা নিয়ে লগ্নিকারকদের সঙ্গে ফাইট করার জোর। যার সুফল এতদিনে জাজ মাল্টিমিডিয়া ভোগ করে আসছে। ব্যাপারটি জাজকেও বোঝা দরকার!

এদিকে ফারুকীর পরের সিনেমায়ও ভারত-জার্মানির প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে জাজ। এ সিনেমার কাহিনী ও অন্য অনেক কিছু বাংলাদেশের। সে হিসেবে আবারো নিজের ব্র্যান্ডিংয়ের সুযোগ পেল জাজ।

‘ডুব’ বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশে মুক্তি পেল ২৭ অক্টোবর। অভিনয়ে আছেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্নো মিত্র ও রোকেয়া প্রাচী।


মন্তব্য করুন