Select Page

‘ডুব‘ ফার্স্টলুক পোস্টারে মাতল দর্শক

‘ডুব‘ ফার্স্টলুক পোস্টারে মাতল দর্শক

একটা সিনেমার ফার্স্টলুক পোস্টার যে কতটা সাড়া জাগাতে পারে তা দেখিয়ে দিল ‘ডুব’ (নো বেড অব রোজেস)।

বুধাবার রাত ৮টার সামান্য আগে পোস্টারটি ফেসবুকে শেয়ার করেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একঘণ্টা মাঝেই লাইক পড়ে ১২ হাজারের বেশি। শেয়ার হয় ৫০০ এর কাছাকাছি।

পোস্টারের সঙ্গে ফারুকী জুড়ে দেন দুটি লাইন ‘বুকের ভেতর বয়ে চলে পাহাড় নামের নদী। আহারে জীবন, আহা জীবন।’ যাতে ঠাঁই পেয়েছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ইরফান খান। পোস্টারটির ডিজাইন করেছে ‘গ্রিনিং ট্রি’।


মন্তব্য করুন