Select Page

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আলমগীর-শরিফুল রাজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আলমগীর-শরিফুল রাজ

চিত্রনায়ক ও নির্মাতা আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। মাঝে টানা এক সপ্তাহের চিকিৎসা শেষে এখন তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। অন্যদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নায়ক শরিফুল রাজ।

আলমগীরের কন্যা কণ্ঠশিল্পী আঁখি আলমগীর সংবাদমাধ্যমকে বলেন, ‘গত সপ্তাহে আব্বুর শরীরে জ্বর আসে। এরপর দ্রুত হাসপাতালে গিয়ে পরীক্ষা করা হয়। ডেঙ্গু ধরা পড়ে। মাঝে কয়েকদিন হাসপাতালেই চিকিৎসা নিয়েছেন। এখন বাসা-হাসপাতালে আসা-যাওয়া করছেন। কারণ, নিয়মিত চেকআপের মধ্যে থাকতে হচ্ছে। আল্লাহর রহমতে আব্বুর অবস্থা বেশ স্থিতিশীল। সবাই দোয়া করবেন।’

জানা গেছে রাজধানীর স্কয়ার হাসপাতালে আলমগীর চিকিৎসা নিচ্ছেন।

‘আইসক্রিম’-খ্যাত অভিনেতা শরিফুল রাজ বর্তমানে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি আছেন।

গত ২৮ জুলাই হাসপাতালে ভর্তি হন এই মডেল-অভিনেতা। আজ সকালে শরিফুল রাজের রক্তের প্ল্যাটিলেট ২৭০০০-এ নেমে যায়। পরে জরুরি ভিত্তিতে রক্ত দিয়ে তা স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন তার বন্ধু-সহকর্মী উর্মিলা শ্রাবন্তী কর।

তিনি বলেন, ‘এখন রাজের অবস্থা ভালো। জ্বর ও প্ল্যাটিলেট নিয়ন্ত্রণে আছে। আপাতত রক্ত লাগবে না।’

এদিকে, সম্প্রতি শরিফুল রাজ চুক্তিবদ্ধ হয়েছেন ‘পরাণ’ নামের একটি ছবিতে। এটি নির্মাণ করবেন রায়হান রাফি। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। অন্যদিকে, তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ চলচ্চিত্রে কেন্দ্রীয় ভূমিকায় আছেন এ নায়ক। ছবিটি আগামী অক্টোবরে মুক্তি পাবে। এটি প্রযোজনা করছে স্টার সিনেপ্লেক্স।


মন্তব্য করুন