Select Page

ঢাকাই সিনেমার এই গান চুরি করে হিট হয়েছিলেন নাদিম-শ্রাবণ

ঢাকাই সিনেমার এই গান চুরি করে হিট হয়েছিলেন নাদিম-শ্রাবণ

আপনাদের বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের এমন একটি গানের ভিডিও দেখাবো যে গানটি বহুবার শুনেছেন কিন্তু আজো অনেকে গানটির ভিডিও দেখেননি। সেই সাথে গানটি নিয়ে মজার কিছু তথ্য দেবো।

আমাদের জ্ঞানী-গুণী আজকের সিনেমাবোদ্ধারা কথায় কথায় বাংলাদেশি চলচ্চিত্রের কাহিনী, গান নকলের অভিযোগ তোলেন যে তাদের কথায় মনে হয় আমাদের সেরা মানুষগুলো শুধু ভারতের ছবির কাহিনী গান নকল করে চলেছে। এ লেখায় ২৯ বছর আগের ভারতীয় চলচ্চিত্রের একটি চুরির নমুনা দিলাম।

গীতিকার নজরুল ইসলাম বাবু ও সুরকার শেখ সাদী খান ফজল আহমেদ বেনজির পরিচালিত সুপারহিট রোমান্টিক ছবি ‘প্রেমের প্রতিদান’ ছবির জন্য দুটো গান তৈরি করেন, যার পুরুষ কণ্ঠ ছিল ভারতের কুমার শানুর ও নারী কণ্ঠ আমাদের সাবিনা ইয়াসমীনের। ছবি মুক্তির পরপরই কুমার শানুর কণ্ঠের ‘আমার মনের আকাশে আজ’ দারুণ হিট হয় (ছবির সবগুলো গানই হিট হয়)। ‘প্রেমের প্রতিদান’ ছবিটি আমি ও আমার এক মামা সিলেটের নন্দিতা সিনেমা হলে দেখেছিলাম। পর্দায় ইলিয়াস কাঞ্চনের ঠোঁটে গানটি শুরু হলে পুরো হলভর্তি দর্শক ঠোঁট মেলাতে শুরু করে। সেইসময়েই বলছিলাম ‘মামা, এরকম একটা হিন্দি গান আছে তো’, মামাও মত দিলেন “হ্যাঁ, কদিন আগে যে বাসায় দেখলি ‘আশিকি’ ছবির গানের মতো লাগছে রে”। আমি বললাম, “না মামা ‘দিল কা ক্যায়া কসুর’-এর গানের মতো লাগছে”। মামা তখন ছবিতে মগ্ন, তাই আর তর্কে না গিয়ে আমাকে থামিয়ে দিলেন।

যাই হোক, ছবিটি দেখার পর প্রিয় গানটি নকল হলেও ভালো করেছে এই সান্ত্বনা নিয়ে মামা-ভাগনে বাসায় ফিরলাম। বিশ্বাস করবেন কি-না জানি না, সেদিন থেকে গানটির প্রেমে পড়ছিলাম কিন্তু মনে মনে নকল সুরের জন্য কিছুটা কষ্ট পাচ্ছিলাম। বহুদিন পর ১৯৯৮-৯৯ সালে গিয়ে আমার ভুল ও সন্দেহ দূর হলো। সন্দেহটা দূর করলেন গানটির শিল্পী কুমার শানু নিজেই।

কলকাতার জনপ্রিয় ম্যাগাজিন ‘সানন্দা’র পূজার সংখ্যায় বিশেষ সাক্ষাৎকারে কুমার শানু বাংলাদেশের গান গাওয়ার অভিজ্ঞতা তুলে ধরলেন এবং আমাদের আলম খানকে নিজের ‘প্লেব্যাকের গুরু’ বলে কৃতজ্ঞতা জানালেন এবং শেখ সাদী খান, সত্য সাহারও অনেক প্রশংসা করলেন।

তিনি বাংলাদেশের গীতিকার,সঙ্গীত পরিচালকদের মেধার ভূয়সী প্রশংসা করলেন। কথা প্রসঙ্গে জানালেন— ভারতীয় ছবির গানে ১৯৯০ সালে ‘আশিকি’ ছবির গান দিয়ে তার হিন্দি প্লেব্যাকে যে জনপ্রিয়তা পেয়েছিলেন তার পেছনেও বাংলাদেশের  ছবির গানের সুরের অবদান আছে। ‘আশিকি’র ‘ম্যায়নে দুনিয়া ভুলাদুঙ্গা ম্যায়’ এবং ‘দিল কা ক্যায়া কসুর’ ছবির ‘আশিকি ম্যায় হার আশিকি’ গানটির সুরটা বাংলাদেশেরই শেখ সাদী খানের সুর করা ‘আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা’ গানটির সুর থেকেই নেয়া।

তিনি বলেন, ১৯৮৬ সালে ফজল আহমেদ বেনজিরের ‘হেফাজত’ ও ‘প্রতিরোধ’ ছবির জন্য বেশ কয়েকটি গান তৈরি করেন নজরুল ইসলাম বাবু ও শেখ সাদী খান। আমি তখনও হিন্দি ছবিতে জনপ্রিয়তা পাইনি বা নিয়মিত হইনি। কলকাতার ছবিতেই গান গাইতাম। গুরু আলম খানের ‘তিন কন্যা এক ছবি’ গানটির জন্য বাংলাদেশে বেশ পরিচিত ছিলাম। ‘প্রতিরোধ’ ছবিতে হৈমন্তী শুক্লার গান রেকর্ডিংয়ের জন্য কলকাতায় আসেন শেখ সাদী খান। সেখানে কলকাতার স্টুডিওতে আমার  সাথে  দেখা  এবং আমাকে ‘হেফাজত’ ছবির  দুটি  গানের কণ্ঠে দেয়ার জন্য বলেন যার একটি ছিল ‘আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা’। পরবর্তীতে নানা কারণে ‘হেফাজত’ শেষ না হওয়ায় গানটি আর আলোর মুখ দেখেনি। একই ছবির জন্য আশা’দির (আশা ভোঁসলে) গাওয়া ‘কাল সারারাত ছিল স্বপ্নের রাত’ গানটিও ছিল।

পরবর্তীতে ১৯৯২ সালে পরিচালক ফজল আহমেদ বেনজির ‘প্রেমের প্রতিদান’ ছবিতে গান দুটো যুক্ত করেন। রেকর্ডিং করা গানটির একটি কপি রয়ে যায় আমার কাছে। ১৯৮৯ সালে নাদিম-শ্রাবণ জুটি ‘আশিকি’ ছবির সবগুলো গানের জন্য আমাকে প্রস্তাব দিলেন। আমার কাছ থেকেই রেকর্ড করা ‘আমার মনে আকাশে আজ’ শুনলে দারুণ মেলোডিয়াস সুরটা তাদের মনে ধরে যায়। যেহেতু গানটি বাংলাদেশের ছবিতে তখনও যুক্ত হয়নি তাই নাদিম শ্রাবণ ‘আশিকি’ ছবির ‘ম্যায়নে দুনিয়া ভুলাদুঙ্গা’ গানটির প্রথম অন্তরার সুরটা বাংলাদেশের গানটা থেকে নেন যা ছবি মুক্তির আগেই গানটা সুপারহিট হয়ে যায়। সুরটা এতো পছন্দ হয়েছিল যে পরবর্তীতে ‘দিল কা ক্যায়া কসুর’ ছবির ‘আশিকি ম্যায় হার আশিকি’ গানটির পুরোটাতেই রাখেন। পরবর্তীতে বাংলাদেশের ‘প্রেমের প্রতিদান’ ছবিতে গানটি যুক্ত হলে সেখানেও গানটি সুপারহিট হয়। এই একই সুরে ওই ছবিতে সাবিনা ইয়াসমিনের কণ্ঠেও আরেকটি গান আছে যার কথাগুলো শুধু ভিন্ন। আসলে ভালো একটা সুর সবাইকেই আকর্ষণ করে।

এভাবেই কুমার শানুর মাধ্যমে প্রথম জেনেছিলাম যে আমাদের ‘প্রেমের প্রতিদান’ ছবির সুপার গানটি কারো নকল নয়, আমাদের মেধাবীদের নিজস্বতায় তৈরি যা দিয়ে অন্যরাও নাম কামিয়েছে। সেদিন মনে মনে কুমার শানুকে অনেক ধন্যবাদ জানিয়েছিলাম তার এই অকপট স্বীকারোক্তি বা সত্য কথা বলার জন্য। আজ গীতিকার নজরুল ইসলাম বাবু নেই, এমন গান আজ পাই না যে গানটি বছরের পর বছর শুনলেও শোনার তৃষ্ণা মেটে না।

নিচে মূল দুটি গানসহ হিন্দি গানগুলোও দিলাম, শুনে দেখুন মিল খুঁজে পান কি-না?

আমার মনের আকাশে (কুমার শানু) – https://app.box.com/s/62bgo214ff2i6y8afo27

তোমার হয়ে গেছি অজান্তে (সাবিনা ইয়াসমীন)-  https://app.box.com/s/nvqo05ptn3mahccz3m7e0mmgrnlnb624

আশিকি ম্যায় হার আশিকি (কুমার শানু)-  https://www.youtube.com/watch?v=HVcCwfvE5SA

আশিকি ম্যায় হার আশিকি (সাধনা সারগাম) –  https://www.youtube.com/watch?v=MRSmKbr2sVw


Leave a reply