Select Page

ঢাকার আইটেমে রাখি সাওয়ান্ত

ঢাকার আইটেমে রাখি সাওয়ান্ত

rakhi swant in item song bangla film ami tomar hote chai directed by anonno mamunঅস্তিত্ব পরিচালক অনন্য মামুন তার নতুন ছবির কাজ শুরু করেছেন। ছবির নাম ‘আমি তোমার হতে চাই’। রোমান্টিক ছবি, তবে অ্যাকশনও থাকবে – এমনটাই জানিয়েছেন মামুন। আরও জানিয়েছেন, আইটেম গানে থাকবে বলিউডের রাখি সাওয়ান্ত। এর মাধ্যমেই বাংলাদেশে অভিষেক হবে রাখির।

বলিউডের আইটেম গানের অভিনেত্রীদের মধ্যে রাখি সাওয়ান্ত বেশ আলোচিত এবং সমালোচিত। পর্দায় খোলামেলা উপস্থিতি আর পর্দার বাইরে খোলামেলা মন্তব্যের কারণে কিছুদিন পরপরই তিনি পত্রিকার শিরোনাম হন।

জানা গেছে, মমতাজের গাওয়া গানের সাথে নাচবেন রাখি। গানের শিরোনাম ‘ডিজিটাল প্রেম’। আগামী ২৩ জুন তারিখে গানের শ্যুটিং এর জন্য দেশে আসবেন রাখি সাওয়ান্ত।

উল্লেখ্য, আমি তোমার হতে চাই ছবিতে আবারও জুটিবদ্ধ হচ্ছেন সুইটহার্ট-খ্যাত বাপ্পী এবং মিম। এছাড়া, সুদর্শন নায়ক জনের বিপরীতে অভিনয় করবেন দিপালী।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন