Select Page

ঢাকার উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র

ঢাকার উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র

dhaka-international-film

‘ভালো চলচ্চিত্র, ভালো দর্শক, ভালো সমাজ’ স্লোগানে নয় দিনের ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)। চারটি ভেন্যুতে ৬০টি দেশের ১৮৪টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, স্বাধীন ও শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সিনেমা বাংলাদেশের।

উৎসবের ১৪তম আসর শুরু হবে রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘আন্ডার কনস্ট্রাকশন’র মাধ্যমে।

রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন, সুফিয়া কামাল মিলনায়তন, জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন ও আলিয়েস ফ্রসেজে প্রদর্শিত হবে উৎসবের সিনেমা।

প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের তিনটি চলচ্চিত্রসহ ২১টি ছবি প্রদর্শিত হবে। বাংলাদেশের চলচ্চিত্রগুলো হলো মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন‘, আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’ ও আকরাম খানের ‘ঘাসফুল’।

শিশুতোষ বিভাগে বাংলাদেশি নির্মাতার কোনো সিনেমা থাকছে না। নারী নির্মাতার চলচ্চিত্র বিভাগে প্রদর্শিত হবে ৩৭টি চলচ্চিত্র। এর মধ্যে আছে বাংলাদেশি নারী নির্মাতার চলচ্চিত্র ৪টি— রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’, জান্নাতুল ফেরদৌস আইভির ‘নীরবে’, ফারজানা ববির ‘বিষকাঁটা’ ও হুমায়রা বিলকিসের ‘আইএম ইয়েট নট সি দিল্লি’।

স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র বিভাগে সবচেয়ে বেশি ৪৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। যেখানে বাংলাদেশী ১২ চলচ্চিত্র নির্মাতার চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এ দিকে উৎসবের দ্বিতীয় ও তৃতীয় দিন আলিয়েজ ফ্রসেজে অনুষ্ঠিত হবে বাংলাদেশসহ বিশ্বের খ্যাতিমান ৬ নারী নির্মাতাকে নিয়ে চলচ্চিত্র বিষয়ক সম্মেলন।

বিস্তারিত জানতে ক্লিক করুন : ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল

ছবি : পরিবর্তন ডটকম।

 


মন্তব্য করুন