Select Page

ঢাকায় ইন্দ্রনীল

ঢাকায় ইন্দ্রনীল

unnamedসম্রাট ছবির শ্যুটিং করার জন্য ৫ জুন দেশে আসার কথা ছিল নায়ক ঈন্দ্রনীলের। তিনি কথা রেখেছেন। শুক্রবার সকালের ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান ইন্দ্রনীল। পরিচালক মুহাম্মাদ মুস্তাফা কামাল রাজ এর সম্রাট চলচ্চিত্রে  প্রথম লটে টানা পাঁচদিন শুটিং করবেন ইন্দ্রনীল।

ইন্দ্রনীল এর আগে বাংলাদেশে চোরাবালি ছবিতে জয়া আহসানের বিপরীতে কাজ করেছিলেন।

সম্রাট ছবির পরিচালক রাজ জানান, দেশ-বিদেশের তিন মাফিয়ার গল্প নিয়ে ছবির কাহিনী। ১ মে থেকে এফডিসিতে ছবিটির শুটিং শুরু হয়েছে।

সম্রাট ছবিতে ইন্দ্রনীলের চরিত্রের নাম রাজা। আর শাকিব খান অভিনয় করছেন নাম ভূমিকায়। দুজনেরই বিপরীতে আছেন অপু বিশ্বাস।

সম্রাট ছবিটি প্রযোজনা করছে টাইগার মিডিয়া। ছবিতে শাকিব, অপু, ইন্দ্রনীল ছাড়া আরো অভিনয় করছেন মিশা সওদাগর, সুব্রত, শিমুল খান, কাবিলা, ডিজে সোহেল প্রমুখ।

সম্রাট ছবির টাইটেল গানটি লিখেছেন জনি হক। এ ছাড়া অন্য গানের গীতিকাররা হলেন জাহিদ হাসান অভি, ঋদ্ধি ও মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ। সুর ও সংগীতায়োজন করছেন কৌশিক হোসেন তাপস, আরেফিন রুমি, ইমরান এবং কলকাতার ডাব্বু ঘোষ ও স্যাভি। গানে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, কোনাল, ইমরান, সাদাব হাশমী।

সম্রাট ছবিটি প্রসঙ্গে ইন্দ্রনীল বলেন, ‘গল্প শুনে চরিত্রটি ভালো লেগেছে। আমার সঙ্গে বাংলাদেশের দুজন জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাস কাজ করবেন। আমি রোমাঞ্চিত।’


Leave a reply