Select Page

ঢাকায় এসে চলে গেলেন শাকিব

ঢাকায় এসে চলে গেলেন শাকিব

আজকাল মাসে অন্তত ২৫ দিন কলকাতায় থাকেন শাকিব খান। শুটিং আর স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত। ঢাকায় যদিও বা আসেন, সেটাও টাইট শিডিউল নিয়ে।

প্রায় দুই সপ্তাহ পর ২৫ মার্চ সকালের ফ্লাইটে ঢাকায় এসেছিলেন তিনি। উদ্দেশ্য শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’ ছবির একটি গান শেষ করা। সেটি শেষ করে রোববার সন্ধ্যার ফ্লাইটে আবার কলকাতা ফিরে গেছেন।

যাওয়ার আগে কালের কণ্ঠকে বলেন, ‘বেশ কয়েকটি নতুন ছবি নিয়ে আলোচনা হচ্ছে কলকাতায়। গল্প নির্বাচন করতে সময় লাগছে। এ ছাড়া ভেঙ্কটেশের ছবি তো আছেই। এই মুহূর্তে দেশি কোনো ছবি হাতে নিচ্ছি না। তবে রাজু চৌধুরীর দুটি ছবি চূড়ান্ত হয়ে আছে। দেখি, কলকাতার ব্যস্ততা কমলে ছবি দুটির শুটিং শুরু করব। ’

শাকিব অভিনীত লিটনের ‘অহংকার’ মুক্তি পাবে পহেলা বৈশাখে। বিপরীতে আছেন বুবলি।


মন্তব্য করুন