Select Page

ঢাকা অ্যাটাকের জন্য ২ মাস পেছালোা ‘গহীন বালুচর’

ঢাকা অ্যাটাকের জন্য ২ মাস পেছালোা ‘গহীন বালুচর’

দর্শক এখনো দেখছেন দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’। এদিকে পরিচালক বদরুল আনাম সৌদ নিয়ে আসছেন তার প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’। এটি মুক্তির কথা ছিল ২০ অক্টোবর। কিন্তু আপাতত ছবিটি পর্দায় যাচ্ছে না। আগামী ২৯ ডিসেম্বর মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।

কারণটা ‘ঢাকা অ্যাটাক’-এর সফলতা। বরং সৌদ ব্যাখ্যা করলেন এভাবে, ‘এ মুহূর্তে দীপনের ছবিটি খুব ভালো করছে। আমি যদি তার ১৫টা হল নিয়ে নিই, বন্ধুর (দীপঙ্কর দীপন) জন্য বিষয়টি কষ্টকর হয়। তার ব্যবসার মধ্যে আমার ছবিটি ঢোকানোও বুদ্ধিমানের কাজ হবে না। আমরা দুজনই তো ছোট পর্দায় কাজ করেছি। দুজনেরই প্রথম ছবি। তাই আমার ছবিটি পিছিয়ে দিলাম।’

চরকেন্দ্রিক প্রেমের গল্প নিয়ে সাজানো ছবি ‘গহীন বালুচর’। এর মূল তিনটি চরিত্ররা হলেন নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভীর ও জান্নাতুন নূর মুন।


‘গহীন বালুচর’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌদ নিজেই। ছবিটিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন ও রুনা খান। ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনায় সাতকাহন ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল।


মন্তব্য করুন