‘ঢাকা অ্যাটাক’-এর পর ‘ঢাকা ডিটেক্টিভ সিরিজ’
‘ঢাকা অ্যাটাক’-এর কাহিনি লিখেছিলেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। এবার তার গল্প থেকে নির্মিত হবে গোয়েন্দা সিরিজ ও সিনেমা।
ফেসবুকে এক ঘোষণায় এ কথা জানালেন সানী।
তিনি লেখেন— “ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কিছু চমকপ্রদ কাহিনীর উপর ভিত্তি করে রচিত ‘ঢাকা ডিটেক্টিভ সিরিজ’ অবলম্বনে শীঘ্রই নির্মিত হতে যাচ্ছে-
(১) একটি ডিটেক্টিভ থ্রিলার স্যাটেলাইট টিভি এবং ওয়েব সিরিজ, এবং
(২) একটি ডিটেক্টিভ থ্রিলার অ্যাকশন সিনেমা
শুভানুধ্যায়ীদের সমর্থন এবং ভালবাসার উপর ভর করে বিস্তারিত ঘোষণা আসছে শীঘ্রই।”
এদিকে ‘ঢাকা অ্যাটাক’ এখনো দেশে-বিদেশে প্রদর্শিত হচ্ছে। দীপঙ্কর দীপন পরিচালিত সিনেমাটি অভিনয় করেছিলেন আরিফিন শুভ ও মাহি। সম্প্রতি দীপন নতুন সিনেমা ‘ডু অর ডাই’-এর ঘোষণা দিয়েছেন। এ সিনেমার গল্প আবর্তিত হবে মুক্তিযুদ্ধকালীন বিমান বাহিনী নিয়ে। সব মিলিয়ে নতুন নতুন আইডিয়া নিয়ে তৎপর রয়েছেন ‘ঢাকা অ্যাটাক’ টিম।