Select Page

ঢাকার সনি, সিলেটের নন্দিতা থেকে নেমে গেছে ‘ইয়েতি অভিযান’

ঢাকার সনি, সিলেটের নন্দিতা থেকে নেমে গেছে ‘ইয়েতি অভিযান’

সাফটা বাণিজ্য চুক্তির আওতায় আসা আরেকটি সিনেমা ধরাশায়ী হলো বাংলাদেশের বক্স অফিসে। কিছুদিনের আগের ‘বলো দুগ্গা মাঈকী’র মতো একই পথ ধরল শুক্রবার মুক্তি পাওয়া ‘ইয়েতি অভিযান’।

‘বলো দুগ্গা মাঈকী’ সপ্তাহ জুড়ে প্রদর্শিত হলেও তৃতীয় দিনেই নেমে গেছে ‘ইয়েতি অভিযান’। এ তালিকায় আছে ঢাকার বড় হল সনি ও সিলেটের নন্দিতা।

নন্দিতা হল কর্তৃপক্ষ ফেসবুকে ঘোষণা দিয়েছে, ‘অনিবার্য কারণবশত নন্দিতায় ‘ইয়েতি অভিযান’ আজকেই (রোববার) শেষ দিনের মতো চলবে। আগামীকাল (সোমবার) থেকে চলবে শাকিব খান ও শুভশ্রী অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘নবাব’।’

অন্যদিকে সনিতে প্রদর্শিত হচ্ছে জিৎ ও নুসরাত ফারিয়া অভিনীত ‘বস টু’।

এদিকে দর্শকের অনাগ্রহ সত্ত্বেও ৮ ডিসেম্বর মুক্তি পাবে ‘ককপিট’। সিনেমাটির প্রচারণায় বাংলাদেশে আসবেন দেব। দেখা যাক, দেবের কপালে কী আছে!


মন্তব্য করুন