Select Page

ঢাবি চলচ্চিত্র সংসদের নতুন কমিটি

২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

সভায় ২০১৩-১৪ কার্যবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্বাস রিয়াজুল হক।

সভায় নতুন কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন- বিগত কমিটির সভাপতি মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জামিল আক্তার রতন এবং কমিটির জন্য নির্বাচিত নির্বাচন কমিশনার আসাদুজ্জামান রাজু। এছাড়া সংসদের বর্তমান ও সাবেক চলচ্চিত্র সংসদ কর্মীরাও উপস্থিত ছিলেন।

কমিটি ঘোষণার পূর্বে বিগত কমিটির আর্থিক বিবরণী পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক জামিল আক্তার রতন। পরে কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাবীল আল-জাহান।

সুত্র: যায় যায় দিন


মন্তব্য করুন