Select Page

ঢালিউডে কলকাতার নায়িকা জোয়ার

ঢালিউডে কলকাতার নায়িকা জোয়ার

যৌথ ও একক দুই ধরনের চলচ্চিত্রেই নায়কের মতো কলকাতার নায়িকাদের হিড়িক পড়েছে ঢালিউডে। এ এর সঙ্গে যুক্ত হয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস লিমিটেড, এসকে মুভিজ ও সুরিন্দর ফিল্মসসহ আরো বেশ কিছু ভারতীয় প্রতিষ্ঠান। নায়িকার তালিকায় আছেন কোয়েল মল্লিক, শ্রাবন্তী, শুভশ্রী, পাওলি দাম, রাতাশ্রী দও. প্রিয়াংকা সরকার, মিমি চক্রবর্তী, নুসরাত, সায়ন্তিকা ও কৌশানীসহ প্রথম, মাঝারি ও বি গ্রেডের নায়িকারা।

সাম্প্রতিক আলোচনায় জানা যায়, শাকিব খানের বিপরীতে ভেঙ্কটেশের প্রযোজনায় ‘বিদ্রোহী’ নামের ছবিতে কাজ করতে যাচ্ছেন কোয়েল মল্লিক। পাশাপাশি থাকছেন নুসরাত। এছাড়া ঢাকায় একটি বিজ্ঞাপন ও একটি বিগ বাজেটের মিউজিক ভিডিওতেও কাজ করতে যাচ্ছেন নুসরাত। ইতোমধ্যে শাকিবের সঙ্গে ‘নবাব’-এ অভিনয় করেছেন শুভশ্রী, মুক্তির অপেক্ষায় আছে পাওলির সঙ্গে ‘সত্তা’।

প্রিয়াংকা সরকারকে চলতি মাসেই দেখা যাবে  নিরবের বিপরীতে ‘হৃদয় জুড়ে’ ছবির ফটোশুটে। এদিকে শ্রাবন্তীর নাম শোনা যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তুমি যে আমার’ ছবির নায়িকা হিসেবে। মিমি চক্রবর্তীর নাম শোনা যাচ্ছে চলচ্চিত্র অভিনেতা আলমগীরের পরিচালিত ষষ্ঠ ছবির নায়িকা হিসেবে। এ সিনেমায় আরো শোনা যাচ্ছে মিমি চক্রবর্তী, শুভশ্রী, সায়ন্তিকার নাম। এছাড়া আকারে ইঙ্গিতে একাধিক নির্মাতা নিজেদের সিনেমায় কলকাতার নায়িকাদের নেওয়ার করা জানিয়েছেন।


মন্তব্য করুন