Select Page

ঢালিউডে নতুন জুটি বাপ্পী-অপু চুক্তিবদ্ধ তৃতীয় সিনেমায়

ঢালিউডে নতুন জুটি বাপ্পী-অপু চুক্তিবদ্ধ তৃতীয় সিনেমায়

সিয়াম-পূজার পর নিঃসন্দেহে ঢালিউডের আনকোরা জুটি বাপ্পী ও অপু বিশ্বাস। শুটিং ফ্লোরে যায়নি কোনোটি, এরই মধ্যে তারা চুক্তিবদ্ধ হয়েছেন তিন সিনেমায়। ‘কানাগলি’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’এর যুক্ত হলো ‘জানবাজ’।

ছবিটির পরিচালনা করতে যাচ্ছেন রবিন খান। ‘কানাগলি’ও নির্মাণ করছেন তিনি।

চ্যানেল আই অনলাইন জানায়, শুক্রবার রাতে বাপ্পী ও অপুর  অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে।  পরিচালক আরো জানান, ‘জানবাজ’ নামটি ওয়ার্কিং টাইটেল হিসেবে রাখা হয়েছে।

শুধু চুক্তিপত্রে স্বাক্ষর নয়, শুক্রবার রাতে বাপ্পী ও অপু রাজধানীর একটি শুটিংবাড়িতে উপস্থিত হয়েছিলেন ছবির চিত্রনাট্য শোনার জন্য।

পরিচালক রবিন খান বলেন: অনেকেই বলে থাকেন এখনকার শিল্পীরা সিনেমার চিত্রনাট্য তেমন দেখেন না। একটা সময় ছিল তখন দিনের পর দিন ছবির চিত্রনাট্য নিয়েই আলোচনা করতেন তারা। সেই সংস্কৃতি ফিরিয়ে আনতেই এমন আয়োজন করেছিলাম। সবাই আনন্দ আর আড্ডার মধ্য দিয়ে ছবির গল্প নিয়ে আলোচনা করছে। পরে খাসি জবাই দিয়ে আমরা খাওয়া-দাওয়া করেছি।

এই ছবিতে আরো অভিনয় করবেন গাজী রাকায়েত, সুজাতা, সুচরিতা, মিশা সওদাগর, মারুফ, সাদেক বাচ্চু, সুব্রত প্রমুখ। তারা প্রায় সকলেই উপস্থিত ছিলেন গতকালের চিত্রনাট্য শোনানোর আয়োজনে।

ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। গল্প লিখেছেন কাশেম আলী দুলাল।  ছবির নাম শিগগির জানানো হবে। আগামি মাস থেকে রংপুর ও লালমনিরহাট এলাকায় শুটিং শুরু হবে।


মন্তব্য করুন