Select Page

ঢালিউডে রিলিজ জটের রেকর্ড!

ঢালিউডে রিলিজ জটের রেকর্ড!

Modhumita_Cinama_hall_Online_dhakaবর্তমান এই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে গত ১ বছরে ঢালিউডে প্রায় ৩০টি চলচ্চিত্র মুক্তির তারিখ পিছিয়েছে। একাধিকবার তারিখ পেছানোর এই ক্রমাগত চেষ্টা পরবর্তীতে কোনো শুভ দিন তারা যেন খুঁজে পাচ্ছে না। আর এই মুক্তি পেছানোর কারণে ঢালিউড ইন্ডাস্ট্রি যেটুকু সফলতার মুখ দেখছিল সেটিও যেন ক্রমাগতভাবে নিভে যাওয়ার উপক্রম হচ্ছে।

এর ভেতরে বড় বাজেটের চলচ্চিত্র ‘অগ্নি‘, সামিয়া জামানের চলচ্চিত্র ‘আকাশ কত দূরে‘, নারগিস আক্তারের চলচ্চিত্র ‘পুত্র এখন পয়সাওয়ালা’সহ একাধিক ছবি তাদের ছবি মুক্তির জন্য শুভ কোনো সময় খুঁজে পাচ্ছে না। আর এই পরিসংখ্যান প্রতি মাসেই ক্রমাগতভাবে বেড়েই চলেছে।

এই তালিকায় কিছু চলচ্চিত্র নির্মাতা যারা তাদের চলচ্চিত্র শেষ পর্যায়ে নিয়ে এসেছিলেন তাদের ভেতরেও ঢিলেঢালা ভাব দেখা যাচ্ছে। কমে যাচ্ছে ইনডোর আউটডোর শুটিং, ছবি প্রযোজকেরাও নতুন ছবির ব্যাপারে তাদের আগ্রহ ক্রমশ হারিয়ে ফেলছেন।

এ প্রসঙ্গে প্রযোজক খোরশেদ আলম খসরু দৈনিক ইত্তেফাককে বলেন, ‘আমার নিজেরও দুটি চলচ্চিত্র প্রায় শেষ পর্যায়ে। কিন্তু মুক্তির কোনো শুভ তারিখ পাচ্ছি না। এমনিতেই আমাদের চলচ্চিত্রের লগ্নি ওঠানো এখন বিরাট ঝুঁকির মুখে। সেখানে রাজনৈতিক পরিবেশ অনুকূলে থাকলে হয়তো চলচ্চিত্র রিলিজের ব্যাপারে ভাবা যেত। কিন্তু এ অবস্থায় আমরা ক্রমশ আশা হারিয়ে ফেলছি।’

এই প্রবণতায় সবচেয়ে বেশি সংকটে পড়ছে তরুণ তারকা অভিনেতা-অভিনেত্রী। কারণ এই সময়ে শাকিব তার পড়তি বাজারকে শক্ত করতে নতুনভাবে প্রযোজনায় আসছেন। গেল বছর মোটামুটিভাবে ফিল্মে এন্ট্রি হলেও এ বছরই মূলত নিজেকে প্রমাণ করার সময় আরেফিন শুভর।

কিন্তু এই রিলিজ জট না খুললে চলচ্চিত্র শিল্পীদেরও ক্যারিয়ারে জট পাকাবে তা আর বলার অপেক্ষা রাখে না। আর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ক্রমশ রুগ্ন থেকে রুগ্নতর হবে।

 


Leave a reply