Select Page

ঢালিউড কি আরেকজন নিয়মিত প্রযোজক পাচ্ছে?

ঢালিউড কি আরেকজন নিয়মিত প্রযোজক পাচ্ছে?

# সর্বশেষ বছরগুলোতে সেপ্টেম্বর-অক্টোবরে ঢালিউড মাত করেন নতুন পরিচালক-প্রযোজক। কিন্তু কেউ পরে আর লগ্নি করেননি
# এ বছরের চমক ‘দেবী’। প্রযোজক জয়া আহসান বলছেন, ‘আরেকটি’ ছবি বানাবেন। তবে আরো বেশি নয় কেন?
# পরিবেশক বলছে, মুক্তির তিনদিনে ব্যবসায়িকভাবে হিট ছবিটি
# সরকারি অনুদানের পাশাপাশি স্পন্সর ও অন্যান্য রাইটস মিলে বাজেট রিকভার করে ফেলেন প্রযোজক
# তবে সিনেমা হিট-ফ্লপের হিসাব হয় সিনেমা হল আয় দিয়ে

গত কয়েক বছর ধরে বছরের শেষদিকে ঢালিউডে তাকে বিশেষ চমক। এবারের চমক হলো ‘দেবী’। বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন গল্প ভিন্ন নির্মাণে দারুণ সাড়া পেয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো- সরকারি অনুদানে নির্মিত কোনো সিনেমা আগে এতটা সাড়া ফেলেনি, প্রেক্ষাগৃহে রমরমিয়ে ব্যবসা করেনি।

তবে গত কয়েক বছরের চমক পাশাপাশি হতাশার বিষয় হলো- আয়নাবাজি বা ঢাকা অ্যাটাকের প্রযোজকরা বছর গড়ালেও নতুন সিনেমা নির্মাণ করেননি। এর জন্য যতটা তাদের অনাগ্রহ দায়ী, তার চেয়ে বেশি স্থানীয় বিপনন ব্যবস্থা। এবার শোনা যাচ্ছে, জয়া আহসান আরেকটি সিনেমা প্রযোজনা করছেন।

ইতোমধ্যে ‘দেবী’র মুক্তি নিয়ে জয়ার পদক্ষেপ ছিল অনেকটা শ্বাসরুদ্ধকর। কেউ ভাবতে পারেনি দর্শকদের কাছে সিনেমা পৌঁছে তিনি কতটা কী করবেন। কিন্তু দিন গড়াতেই শুধু চমকের পর চমক অপেক্ষা করছিল। সবচেয়ে বড় কথা ছিল তার প্রচারণায় মুগ্ধ হওয়া দর্শক ঠকেনি।

‘দেবী’ পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ইতিমধ্যে ছবিটি নাকি ব্যবসায়িক দিক দিয়ে হিট হয়েছে- জানালেন পরিবেশক আব্দুল আজিজ। গত সোমবার সন্ধ্যায় ঢাকার একটি প্রেক্ষাগৃহে জয়া আহসানকে দেশের সিনেমার এই প্রযোজক ও পরিবেশক জিজ্ঞেস করে বসেন, প্রথম ছবিই যেহেতু লাভ করেছেন, এই টাকা দিয়ে তাহলে কি বাড়ি করবেন, নাকি মার্সিডিজ গাড়ি কিনবেন? উত্তরে জয়া বলে দেন, ‘মার্সিডিজ বা গাড়ি কিনলে তো আমি বহু আগেই কিনতে পারতাম। ছবি তৈরি করতে আসতাম না। অবশ্যই আমি আরেকটা ভালো ছবি তৈরি করব।’

সিনেমাটি ব্যবসার কোনো হিসাব এখনো মেলেনি। তবে বোঝা যাচ্ছে, ঢাকার দুই মাল্টিপ্লেক্স ও দুই হলে আরও মাসখানেক সিনেমাটি চলবে। পাশাপাশি সারাদেশে হল সংখ্যা বাড়বে। মুক্তি পাবে দেশের বাইরেও। সেদিক থেকে ‘দেবী’ লাভজনক সন্দেহ নেই।

আর টাকার হিসেবে ‌‘দেবী’র জন্য বড় সাপোর্ট ছিল সরকারি অনুদান। এছাড়া মুক্তির আগেই স্পন্সপর ও অন্যান্য রাইটস মিলে প্রযোজকের পকেটে ভালো অংকের টাকা ঢুকেছে। ধারণা করা হচ্ছে, ওই সময়ই বাজেট তুলে ফেলতে সক্ষম হন জয়া। তবে হ্যাঁ, সিনেমার বক্স-অফিস হিসাব শুধু প্রেক্ষাগৃহ ঘিরে। ‘দেবী’ যদি সেই কাজ করে দেখাতে পারে তবে জয়া কেন আবার প্রযোজনা করবেন না। আশা করা যায়, খরার সময়ে ঢালিউড একজন নিয়মিত প্রযোজক পাবেন। সেখানে ‘আরেকটি’ নয় ‘আরও আরও’ সিনেমা বানাবেন তিনি।

জয়া আহসানের প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’র প্রথম চলচ্চিত্র ‘দেবী’। এতে আইকনিক চরিত্র মিসির আলি হয়েছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, রানুর স্বামীর চরিত্রে আছেন অনিমেষ আইচ, নীলু চরিত্রে শবনম ফারিয়া এবং আহমেদ সাবেতের চরিত্রে আছেন ইরেশ যাকের।


মন্তব্য করুন